তদন্ত (Investigaion):
১৮৯৮ সালে প্রণীত ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ঠ) উপধারা অনুযায়ী কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলে।[ফৌ:কা: ১৫৬, ১৫৭ ধারা ও পিআরবি ২৫৮/৬১৬ বিধি]
তদন্ত বা Investigation এর আভিধানিক অর্থ হল পুঙ্খানুপুঙ্খরুপে পরীক্ষা। অর্থাৎ সাক্ষ্য প্রমান সংগ্রহের জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট নির্দেশিত কোন ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রম হচ্ছে তদন্ত।
ছায়া তদন্ত (Shadow Investigation):
ফৌজদারী কার্যবিধি অনুযায়ী তদন্তের দায়িত্ব প্রাপ্ত না হলেও, কোন বিশেষ ঘটনায় ডিপার্টমেন্টাল আদেশে কোনও সংস্থার দ্বারা ঘটনা উদঘাটনে যখন প্রচেষ্টা চালানো হয়, তখন তা ছায়া তদন্ত নামে অভিহিত হয়। যে কোন ঘটনায় প্রাথমিক ভাবে আইন অনযায়ী তদন্তের ভার থাকে থানা পুলিশের উপর। অন্যান্য সংস্থা ঘটনার গুরুত্ব অনুযায়ী স্ব-উদ্যোগে বা সদাশয় সরকারের নির্দেশনা পেয়ে মূল তদন্তকারী সংস্থার পাশা-পাশি দ্রুত ঘটনা উদঘাটনে যে তদন্ত করতে থাকে মূলত: তাই ছায়া তদন্ত। ছায়া তদন্তে কোন সংস্থা সফলতা লাভ করলে পরবর্তীতে ঐ ঘটনার আইনগত তদন্তভার সাধারণত ঐ সংস্থার উপর ন্যস্ত করা হয়। CID, RAB, PBI, DB র মত আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলাগুলির নিয়মিত তদন্তের সাথে সাথে বিশেষ ঘটনা সমূহের ছায়া তদন্ত করে থাকে। ছায়া তদন্ত ব্যাপক ও বিস্তৃত হয়।