Ads Area

Snow
Maruf Hossen Jewel

আমলযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য অপরাধ কি

 আমলযোগ্য অপরাধ 

  • ১। আমলযোগ্য অপরাধ ফৌ .কা .বি. আইনের ৪ (চ) ধারা ।পি আরবি ২৪৩ বিধি ।
  • ২। যে আপরাধের জন্য ফৌ .কা .বি. আইনের দ্বিতীয় তফসিল অনসারে বা অন্য কোন আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমল যোগ্য অপরাধ বলে ।
  • ৩। আমল যোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিত ভাবে থানায় পৌছালে মামলা রুজু করা হয় ।
  • ৪।ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিষ্ট্রেটর আদেশ ছাড়াই এই অপরাধের তদন্ত করতে পারেন বা অন্য কোন অফিসার দিয়ে তদন্ত করাতে পারেন ।

যে অপরাধের কারণে ফৌঃ কাঃ বিঃ আইনের দ্বিতীয় তফশীল অনুসারে বা অন্য কোন আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে তাকে আমলযোগ্য অপরাধ বলে। ফৌঃ কাঃ বিঃ আইনের ৪ (চ)।

আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়াঃ-

  • ১। থানা সীমানার মধ্যে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে েএইরুপ সংবাদ আসলে ওসি মামলা রেকর্ড করবেন। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫৪ ধারা এবং পিআরবি ২৪৩ বিধি।
  • ২। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫৬ ধারা মতে ওসি আমলযোগ্য মামলার তদন্ত করবেন অথবা কোনো এসআই এর নিকট তদন্তভার অর্পন করবেন।
  • ৩। মামলার তদন্তকারী পুলিশ অফিসার এজাহারটি অত্যান্ত মনোযোগ সহকারে পড়ে তার সংক্ষিপ্ত নোট দিবেন। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫৪ ধারা এবং পিআরবি ২৪৩ বিধি।

আমলের অযোগ্য অপরাধ :-

  • ১।আমলের অযোগ্য অপরাধ ফৌ .কা .বি. আইনের ৪ ট ধারা পিআরবি ২৫৪ বিধি ।
  • ২। যে অপরাধের জন্য ফৌ কা বি আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোন আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনা তাকে আমলের অযোগ্য অপরাধ বলে
  • ৩। এই অপরাধের জন্য থানায় মামলা রুজু করা হয়না শুধু জিডি এন্ট্রি করা হয় ।
  • ৪। ম্যাজিষ্ট্রেট এর আদেশ বা অনুমতি ব্যতিত পুলিশ অফিসার এই অপরাধের তদন্ত করতে পারেন না

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel