পি ডি আর বা PDR এর পূর্নরূপ পাবলিক ডিমান্ড রিকভারি । এই আইন টি Public Demand Recovery Act 1913 নামে পরিচিত।
এই আইনের মূল কথা হল যখন সরকার বা কখনো কখনো আধা সরকারী প্রতিষ্ঠান বা স্বায়ত্বশাসিত কোন প্রতিষ্ঠান কারো নিকট কিছু পাউনা থাকে এই আইনের মাধ্যমে তা আদায় করা হয়। এইটি ১৯১৩ সালের আইন।