বাংলাদেশ বার কাউন্সিলের-1972 এর উপরে কিছু ধারনা দেব আজ আপনাদের যা পরীক্ষা আসতে পারে তারপরও আর জানতে হবে...
১.দি বাংলাদেশ লিগাল প্রকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডার কি এবং কত নং প্রেসিডেনট আদেশ?
উ: একটি প্রেসিডেনট আদেশ এবং ৪৬ নং আদেশ.
২. বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত?
উ: ১৫ জন.
৩. বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উ: ১৪ জন.
৪. বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে হবেন?
উ: বাংলাদেশের এটরনী জেনারেল.
৫. বাংলাদেশের সহ সভাপতি কে হবেন?
উ: বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে নিরবাচিত.
৬. বাংলাদেশ বার কাউন্সিল সংগায়িত হয়েছে কোথায়??
উ: অনুচ্ছেদ ২(বি).
৭. এডভোকেটদের পেশাগত অসদাচরণের বিচার কোথায় হয়?
উ: বার কাউন্সিল কতৃক গঠিত ট্রাইবুনালে.
৮. বার কাউন্সিলের ট্রাইবুনালের সদস্য সংখ্যা কত?
উ: ৩ জন
৯. বার কাউন্সিলের ট্রাইবুনাল গঠিত হয় কত নং অনুচ্ছেদে?
উ: ৩৩(১)
১০. বার কাউন্সিলের প্রতিটি ট্রাইবুনালে নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উ: ২ জন
১১. ট্রাইবুনালের চেয়ারম্যান কে হবেন?
উ: পেশায় যিনি জেষঠ এডভোকেট.
১২. বার কাউন্সিলের ট্রাইবুনালের কার্যাবলি কত অনুচ্ছেদে ?
উ: ৩৪ অনুচ্ছেদ
১৩. বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইবুনালের দোয়ী এডভোকেটের জন্য শাস্তি দেয় কত অনুচ্ছেদে?
উ: ৩২(১) অনুচ্ছেদ
১৪. বার কাউন্সিল দোষী এডভোকেটের কি শাস্তি?
উ: .কঠোর তিরস্কার, সাময়িক সনদ বাতিল বা সনদ বাতিল করন.
১৫.বার কাউন্সিলের নির্বাচিত মেয়াদকাল কত?
উ: ৩ বছর
১৬. বার কাউন্সিলের মোট সদস্যদের মধ্যে কয়জন পদাধিকার বলে আসবেন ?
উ : ১ জন
১৭. বার কাউন্সিলের মোট কয়টি সটানিডং কমিটি আছে?
উ: ৪টি
১৮. বাংলাদেশ বার কাউন্সিলের থেকে প্রকাশিত ল জারনালের নাম কি?
উ: বিএলডি
১৯. বিএলডি এর পূর্ণাঙ্গ রূপ কি?
উ: বাংলাদেশ লিগেল ডিসিশন.
২০. বার এসোসিয়েশন বলতে কি বুঝেন ?
উ: সুপীম কোর্ট বার এসোসিয়েশন অথবা লোকাল বার এসোসিয়েশন