প্রশ্ন: স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কতৃক মামলা কি ভাবে করা হয়।
Monday, August 09, 2021
0
SR Act 1877 বা সুনিদিষ্ট প্রতিকার আইনে ধারা ৯ নং এ স্থাবর সম্পত্তির দখলচু্্যত ব্যক্তি কর্তৃক মামলার নিয়মাবলীসমূহঃ
যথাযথ আইগত পন্থা ব্যতিরেকে যদি কোন ব্যক্তি তার অসম্মতিতে স্থাবর সম্পত্তির দখলচ্যুত হয়, তবে সে অথবা তার মাধ্যমে দাবিদার কোন ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও তেমন মামলায় অপর কোন স্বত্ব খাড়া করা হতে পারে, তথাপিও।
##এই ধারার কোন কিছুই তেমন সম্পত্তির ব্যাপারে নিজের স্বত্ব প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধার করার জন্য কোন ব্যক্তি কর্তৃক মামলা দায়েরের পথে প্রতিবন্ধকতা হবে না।
##এই ধারা অনুসারে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না।
## এই ধারা অনুসারে দায়েরকৃত মামলার প্রদত্ত কোন ডিক্ৰী বা আদেশের বিরুদ্ধে কোন আপীল করা যাবে না,
##অথবা তেমন কোন আদেশ বা ডিক্ৰী পুনর্বিবেচনার কোন অনুমতি প্ৰদান করা হবে না।