এজাহার
:
কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিক বা লিখিতভাবে পৌছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বিবরণটি নির্ধারিত (বি.পি ফরম নং-27, বাংলাদেশ ফরম নং-5365) রেজিষ্টারের লিপিবদ্ধ কনেন। তাকে এজাহার বা F. I. R বলে।
[ফৌ:কা:বি-154
ধারা ও পি.আর.বি-243 (গ)]
একটি এজাহারের নিম্ন বর্ণিত বিষয় গুলো উল্লেখ থাকতে হবে।
- আমলযোগ্য অপরাধের সংবাদ থাকতে হবে।
- এজাহারের সংবাদটি বা অভিযোগটি অবশ্যই লিখিত হতে হবে।
- এজাহারের বাদী বা সংবাদাতার স্বাক্ষরবা টিপসই অবশ্যই থাকতে হবে।
- বাদী বা সংবাদাতার নাম ও ঠিকানা অবশ্যই থাকতে হবে।
- ঘটনার তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে।
- ঘটনাস্থল নাম উল্লেখ থাকতে হবে।
- ধারাসহ অভিযোগ এবং লুন্ঠিত মালামালের সংক্ষিপ্ত বিবরণসহ মূল্য উল্লেখ থাকতে হবে।
- এজাহারে আসামীর নাম, পূণ্য ঠিকানা ও বয়স উল্লেখ থাকতে হবে।
- এজাহারের মাসিক ও বাৎসরিক ক্রমিক নং উল্লেখ থাকতে হবে।
- মালমার রুজু তারিখ ও সময় অবশ্যই উল্লেখ থাকতে হবে।
- এজাহার বিলম্বে দায়ের করলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
- এজাহার রেকর্ডকারী থানার ভারপ্রাপ্ত অফিসারের স্বাক্ষর ও সিলমোহর থাকতে হবে।
- এজাহরের যেসব ক্রটি থাকে তা নিম্মরুপঃ-
- অসর্তক জিজ্ঞাসাবাদ হেতু প্রাসঙ্গিক বিষয় বাদ পড়া।
- পরস্পর বিরোধ কথা লিপিবদ্ধ করা।
- অভিযুক্তের বর্ণনা এবং শনাক্তকরণ টিহ্ন বাদ পড়া।
- সাক্ষীদের অবস্থান ভিকটিম এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম বাদ পড়া।
- চৌরাই মালের মূল্য বা ক্ষতির মূল্য উল্লেখ না করা।
- চোরাই মালের শনাক্তকরণ চিহ্ন উল্লেখ না করা।
- অপরাধী পূর্ববর্তী বা পরবর্তী আচরণ উল্লেখ না করা।
- এজাহারের দায়েরের বিলম্ব কারণ উল্লেখ না করা।
- অপরাধস্থরে ফেলে যাওয়া বস্তুগত সাক্ষ্য সর্ম্পকে উল্লেখ না করা।
- মূল ঘটনার বিষয়ে সুনিদির্ষ্টভাবে বণর্ণা না থাকা।
ফৌ:কা:বি-154
ধারা ও পি.আর.বি-243 অনুসারে এজাহার লিখা না হলে।