QUALITY, EXCELLENCE.
CONTACT DETAILS
বাংলাদেশের বর্তমান আইন ও বিচার ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে প্রায় দু’শ বছরের বৃটিশ শাসনের কাছে বহুলাংশে ঋণী, যদিও এর কিছু কিছু উপাদান প্রাক-বৃটিশ আমলের হিন্দু এবং মুসলিম শাসন ব্যবস্থার অবশিষ্টাংশ হিসেবে গৃহীত হয়েছিল। এটি বিভিন্ন পর্যায় অতিক্রম করে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে পর্যায়ক্রমে বিকাশ লাভ করে। এ বিকাশের প্রক্রিয়াটি আংশিক স্বদেশী ও আংশিক বিদেশী এবং গঠন প্রণালী, আইনগত ধারণা ও নীতিমালার ক্ষেত্রে ইন্দো-মোঘল এবং বৃটিশ উভয় ব্যবস্থার সমন্বয়ে উদ্ভূত একটি মিশ্র আইনী ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশের বৃটিশ আমলের পূর্ববর্তী পাঁচশত বছরেরও বেশী মুসলিম ও হিন্দু শাসনের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রত্যেকটি শাসনামলের নিজস্ব স্বতন্ত্র আইন ব্যবস্থা বিদ্যমান ছিল।
আইন
জানা সবার জন্যই খুব বেশি প্রয়োজন। বিশেষ করে নিজের অধিকার রক্ষায় এবং দেশের সঠিক মূল্যায়নের
জায়গাটি চিহ্নিত করতে আইন জানা সবচেয়ে বেশি প্রয়োজন।
সরকার
তথ্য জানার জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছে; কিন্তু তথ্য জানার ক্ষেত্রে অনেকেই অপারগ।
আইনের ছাত্র বা আইনবিদ ইচ্ছা করলেই সাধারণ মানুষকে আইন জানাতে পারেন এবং এই অপারগতা
থেকে মুক্তি দিতে পারেন। অনেকে তা করেনও শুনেছি। নিজের দায়বদ্ধতা থেকেও যদি কেউ আইন
ক্যাম্পেইন শুরু করেন, মাসে একদিন হলেও, তা একটি বড় পরিবর্তন এনে দিতে পারে সমাজে।
আইন
না জানা কোন অজুহাত নয়। দিন যত যাচ্ছে আমরা এগোচ্ছি। এ এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও আইন
জানাটা খুব বেশি প্রয়োজন। আইন জানলে তথ্যের উন্মোচন আরও বেশি হবে। যারা আইনবিদ, তাদের
কাছে অনুরোধ রইল অন্তত নিজ গ্রামের বাড়িতে মাসে একদিন হলেও খুব সাধারণ আইন ও তথ্য নিয়ে
আলোচনা বা ক্যাম্পেইন করুন। সেখানে আলোচনা করুন পরিবহন আইন নিয়ে, তুলে ধরুন নাগরিক
অধিকারের বিষয়গুলো, বলুন নারীদের অধিকার রক্ষার কথা, জানিয়ে দিন ভোক্তা অধিকারের বিষয়গুলো,
বোঝান জমি নিয়ে বিরোধে স্থানীয় প্রশাসনের উদ্যোগগুলোর কথা।
Rajshahi Judge Court, Rajshahi
Contact no.: 017
Email: lawyersclub24@gmail.com