ফৌজদারী কার্যবিধির প্রেক্ষাপট :
১৮৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে সমগ্র ভারত বর্ষের জন্য একটি আইন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়।
১ম ভারতীয় আইন কমিশনের প্রধান ছিলেন "লর্ড মেকলে"। এই কমিটি প্রথমে দণ্ডবিধি প্রণয়ন করেন।
১৮৪৭ সালে এই কমিশন দণ্ডবিধিকে ভিত্তি করে ফৌজদারীর কার্যবিধির একটি খসড়া তৈরী করেন। যা "লেজিসলেটিভ কাউন্সিল" দ্বারা সর্বপ্রথম গৃহীত হয় ১৮৬১ সালে।
ইহা ছিল ব্রিটিশ ভারতের প্রথম বিধিবদ্ধ কার্যবিধি। ১৮৭২ ও ১৮৮২ সালে ইহা সংশোধন করা হয়। ইহার পর ১৬টি সংশোধনী পাশ হয়। সকল সংশোধন বিবেচনা করে ১৮৯৮ সালে একটি পূর্ণাঙ্গ ফৌজদারি কার্যবিধি পাশ হয়।
ফৌজদারী কার্যবিধির প্রাথমিক ধারণা:
আইনের নাম : The Code of Criminal Procedure 1898
মোট ধারা : ৫৬৫ টি
তফসিল : ৫ টি
আইন নং : ১৮৯৮ সালের ৫ নং আইন
প্রকাশিত হয় : ২২ মার্চ ১৮৯৮ সালে
কার্যকর হয় : ১লা জুলাই ১৮৯৮ থেকে
আইনের ধরণ : পদ্ধতি সম্পর্কিত আইন