পুলিশ ডায়েরী ও তার ব্যবহারঃ
পুলিশ ডায়েরীঃ
পুলিশ মামলার তদন্তকালীন কাজের অগ্রগতি এবং তদন্ত সম্পর্কিত বিষয় যে ডায়েরীতে লিপিবদ্ধ করেন, সেটাই পুলিশ ডায়েরী নামে পরিচিত। ফৌজদারী কার্যবিধির ধারা-১৭২ অনুযায়ী পুলিশ ডায়েরীতে নিম্নোক্ত বিষয়ে বিবরণ থাকবে-
ক. তদন্ত সম্পর্কে প্রতিদিনের অগ্রগতি;
খ. কখন অপরাধ সম্পর্কে পুলিশের নিকট সংবাদ আসলো তার বিবরণ;
গ. কখন পুলিশ তদন্ত কাজ শুরু এবং শেষ করলেন;
ঘ. তদন্তের কারণে যে সকল স্থান পরিদর্শন করেছেন তার তালিকা;
ঙ. তদন্তের মাধ্যমে যে বিষয়গুলি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে তার বিবরণ।
পুলিশ ডায়েরীর ব্যবহারঃ
আদালত অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে ব্যবহারের জন্য পুলিশ ডায়েরী চাইতে পারে, তবে উক্ত ডায়েরীর তথ্যকে সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবেন না। সাক্ষ্য আইনের ধারা-২৬ অনুসারে পুলিশের নিকট প্রদত্ত তথ্যের কোন সাক্ষ্যগত মূল্য নেই। তবে, সাক্ষ্য আইনের ধারা- ২৭ অনুযায়ী পুলিশের নিকট প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোন অপরাধে ব্যবহৃত আলামত পাওয়া গেলে, উক্ত তথ্য উক্ত আলামত পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কোন অভিযুক্ত পক্ষ বা তাদের বৈধ প্রতিনিধির উক্ত পুলিশ ডায়েরী দেখার অধিকারী হবেন না। এমনকি মামলা বিচারকালে আদালত কর্তৃক পুলিশ ডায়েরীর বিষয়ে উল্লেখ্ করা হলেও অভিযুক্ত বা তাদের বৈধ প্রতিনিধি তা দেখার অধিকারী হবেন না।
বিঃদ্রঃ আদালত পুলিশের স্মৃতি সজীব করার জন্য অথবা প্রতিবাদ করার জন্য সাক্ষ্য আইনের ধারা-১৪৫ এবং ১৬১ এর উদ্দেশ্যে উক্ত ডায়েরী ব্যবহার করতে পারেন।