রীটের উৎপত্তি ও বিকাশঃ
রীটের উৎপত্তি ও বিকাশ ইংল্যান্ডে। প্রথমে রীট ছিল রাজকীয় বিশেষ অধিকার। রাজা বা রাণী বিচারের নির্ধারক হিসাবে রীট জারি করতে পারত।। এক মাত্র রাজা বা রাণীর রীট জারির ক্ষমতা ছিল বলে বিশেষাধিকার রীট বলা হত। রাজা বা রাণী তাদের কর্মচারী বা অফিসারদের, তাদের কাজে বাধ্য থাকার জন্য অথবা কোন অবৈধ্য কাজ থেকে বিরত থাকার জন্য রীট জারি করত। পরবর্তীতে রাজা বা রাণীর এই বিশেষ অধিকার নাগরিকদের অধিকারে চলে আসে। নাগরিকগণ সরকাররি কর্মকর্তাদের আচরণে ও কাজে সংখুব্ধ হয়ে রাজার কাছে আসতো, রাজা তার বিশেষ অধিকার বলে রীট জারি করত। রাজা বা রাণীর প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডের দুই ধরনের আদালতে নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে রীট জারি করত।