আমলযোগ্য অপরাধ
- ১। আমলযোগ্য অপরাধ ফৌ .কা .বি. আইনের ৪ (চ) ধারা ।পি আরবি ২৪৩ বিধি ।
- ২। যে আপরাধের জন্য ফৌ .কা .বি. আইনের দ্বিতীয় তফসিল অনসারে বা অন্য কোন আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমল যোগ্য অপরাধ বলে ।
- ৩। আমল যোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিত ভাবে থানায় পৌছালে মামলা রুজু করা হয় ।
- ৪।ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিষ্ট্রেটর আদেশ ছাড়াই এই অপরাধের তদন্ত করতে পারেন বা অন্য কোন অফিসার দিয়ে তদন্ত করাতে পারেন ।
যে অপরাধের কারণে ফৌঃ
কাঃ বিঃ আইনের দ্বিতীয় তফশীল অনুসারে বা
অন্য কোন আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায়
গ্রেফতার করতে পারে তাকে তাকে
আমলযোগ্য অপরাধ বলে। ফৌঃ কাঃ বিঃ
আইনের ৪ (চ)।
আমলযোগ্য অপরাধ
তদন্তের প্রক্রিয়াঃ-
- ১। থানা সীমানার মধ্যে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে েএইরুপ সংবাদ আসলে ওসি মামলা রেকর্ড করবেন। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫৪ ধারা এবং পিআরবি ২৪৩ বিধি।
- ২। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫৬ ধারা মতে ওসি আমলযোগ্য মামলার তদন্ত করবেন অথবা কোনো এসআই এর নিকট তদন্তভার অর্পন করবেন।
- ৩। মামলার তদন্তকারী পুলিশ অফিসার এজাহারটি অত্যান্ত মনোযোগ সহকারে পড়ে তার সংক্ষিপ্ত নোট দিবেন। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫৪ ধারা এবং পিআরবি ২৪৩ বিধি।
আমলের অযোগ্য অপরাধ :-
- ১।আমলের অযোগ্য অপরাধ ফৌ .কা .বি. আইনের ৪ ট ধারা পিআরবি ২৫৪ বিধি ।
- ২। যে অপরাধের জন্য ফৌ কা বি আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোন আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনা তাকে আমলের অযোগ্য অপরাধ বলে ।
- ৩। এই অপরাধের জন্য থানায় মামলা রুজু করা হয়না শুধু জিডি এন্ট্রি করা হয় ।
- ৪। ম্যাজিষ্ট্রেট এর আদেশ বা অনুমতি ব্যতিত পুলিশ অফিসার এই অপরাধের তদন্ত করতে পারেন না