সুনির্দিষ্ট প্রতিকার বলতে ইক্যুইটি আদালত কর্তৃক কতিপয় বিশেষ প্রকৃতির প্রতিকারকে বুঝায় । স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন , সংশোধন, চুক্তি রদ, দলিল বিলোপন, ঘোষণামূলক ডিক্রি, রিসিভার নিয়োগ, এবং নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয়গুলি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূখ্য বিষয়। যে সকল উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে –
- ১) নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে দাবিদারকে প্রত্যর্পণের মাধ্যমে
- ২)সুনির্দিষ্ট আইনগত কর্তব্য সম্পাদনের মাধ্যমে
- ৩)যে কাজ না করা আইনগত কর্তব্য যে কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দান
- ৪)মামলার পক্ষসমূহের অধিকার সাব্যস্ত করে ঘোষণা প্রদান
- ৫)রিসিভার নিয়োগের মাধ্যমে কোনো ব্যক্তি অপর ব্যক্তির আইনগত ক্ষতি সাধন করলে কমন ল কোর্ট সংক্ষুব্ধ ব্যক্তিকে ক্ষতিপূরণ মঞ্জুর করতেন। কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত ও অনাকাঙ্কিত প্রতিকার প্রতীয়মান হতো।এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাজ করার নির্দেশ দিয়ে ইক্যুইটি উদ্ভূত এ সকল প্রতিকারকে সুনির্দিষ্ট প্রতিকার বলা হয় যা বাংলাদেশে বিধিবদ্ধ আকারে প্রণীত হয়েছে ১৮৭৭ সালে।