CrPC তদন্ত সম্পর্কে আলোচনা:
তদন্ত (Investigaion): ১৮৯৮ সালে প্রণীত ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ঠ) উপধারা অনুযায়ী কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলে।[ফৌ:কা: ১৫৬, ১৫৭ ধারা ও পিআরবি ২৫৮/৬১৬ বিধি]
আদালতে মামলা করলে অনেক সময় তদন্ত করতে থানায় পাঠান ।পুলিশ অফিসার তদন্ত করে রিপোর্ট পাঠালে তা দেখে আদালত মামলার পরর্বতিতে স্টেপ নেন,
১/ পুলিশের তদন্ত আপনি মেনে না নিলে বিজ্ঞ আদালতে নারাজি দরখাস্ত করবেন।
২/ পি বি আই তদন্ত চাইতে পারেন, তাতেও তদন্তে মূলবিষয় উঠে না আসলে,
৩/ জুডিশিয়াল তদন্ত চাইতে পারেন,
আদালত নারাজি দরখাস্ত খারিজ করলে উচ্চ আদালতে আইননুসারে প্রতিকার চাইতে পারেন।
Maruf Hossen Jewel
M.S.S, B.S.S, LL.B, LL.M
Rajshahi Judge Court, Rajshahi.