Ads Area

Snow
Maruf Hossen Jewel

৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার ৩০টি প্রশ্ন ও উত্তর


১. কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ২৪৮ ধারা অনুসারে complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি-
উত্তর: গ) খালাস পাবে
২. একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপীল করতে পারে?
উত্তর: ঘ) হাইকোর্ট বিভাগে
৩. অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিম্নের কে রেকর্ড করতে পারে?
উত্তর: ক) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
৪. পেনাল কোড-এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে?
উত্তর: খ) ২য় তফসিল, ৮ম কলাম
৫. ক্রিমিনাল প্রসিডিওর কোড এর ১৬১ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীতে স্বাক্ষর করবেন-
উত্তর: ক) সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
৬. আসামি যদি আরোপিদ অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরূপ আদেশ দেয়া যাবে?
উত্তর: খ) অর্থদণ্ড মওকুফের আদেশ
৭. ‘ক’ এর দোকানে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড-এর কোন ধারার অপরাধ করেছে?
উত্তর: ঘ) ৪০৮ ধারা
৮. দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই?
উত্তর: ঘ) বেত্রাঘাট
৯. ‘ক’ ৫,০০০ টাকা ‘খ’ কে ৭ দিনের জন্য রাখতে দেয়। ‘ক’ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা ‘ক’- এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ?
উত্তর: গ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
১০. যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে?
উত্তর: খ) ২০ বছর
১১. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয়-
উত্তর: ঘ) কোনটিই নয়
১২. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ খুনের সর্বনিম্ন শাস্তি কি?
উত্তর: ক) মৃত্যুদণ্ড
১৩. ‘ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
উত্তর: গ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে।
১৪. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?
উত্তর: গ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে।
১৫. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
উত্তর: গ) ১৫৪ ধারা
১৬. কোন মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
উত্তর: ঘ) কোন নির্দিষ্ট সংখ্যক নয়।
১৭. ফৌজদারী মামলায় প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিওর কোড –এর ৩৪২ ধারা অনুসারে-
উত্তর: খ) আসামীদের পরীক্ষা করবে।
১৮. একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে- সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
উত্তর: খ) উক্ত স্বীকারোক্তি আইনতঃ অগ্রহণযোগ্য।
১৯. একটি জেলাজজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?
উত্তর: গ) কোন অধঃস্তন দেওয়ানী আদালতের কার্যক্রম।
২০. নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
উত্তর: খ) যখন কোন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাস্ট্রের পরিপন্থি চুক্তি করে।
২১. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?
উত্তর: ক) ৫ প্রকার
২২. ‘ক’, ‘খ’-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে ৭ শতক সাভার, ২ শতক ধামরাই এবং ১ শতক কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে?
উত্তর: ক) সাভার সাব-রেজিস্ট্রার অফিসে।
২৩. চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
উত্তর: ক) ১ বছর
২৪. বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর: গ) জাতীয় সংসদ
২৫. সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোনকারণে সংসদের সদস্য পদ শূন্য হলে, পদটি শূন্য হবার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে?
উত্তর: খ) ৯০ দিন
২৬. কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময়সীমা কতদিন?
উত্তর: গ) ১৫ দিন
২৭. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তর: গ) নির্বাচন কমিশন
২৮. বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন-
উত্তর: খ) বাংলাদেশের রাষ্ট্রপতি
২৯. একজন হানাফি মুসলিম তার মোট সম্পত্তির সর্বোচ্চ কত অংশ হেবা করতে পারে?
উত্তর: খ) সম্পূর্ণ অংশ
৩০. হিন্দু আইনে অনুমোদিত বিবাহ কত প্রকার?
উত্তর: খ) ৪ প্রকার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel