Ads Area

Snow
Maruf Hossen Jewel

চুড়ান্ত রির্পোট কাকে বলে ? চুড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কী কী ব্যাখ্যা করুন।

 চুড়ান্ত রিপোর্ট ঃ

এজাহরের বর্ণিত ঘটনা তদন্তের পর সঠিক বলে প্রতীয়মান না হলে এবং অপরাধমূলক ঘটনা ঘটলেও এর কোনাে সাক্ষী প্রমাণ পাওয়া না গেলে এই ক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসার পি, আর ,বি-২৭৫ বিধি এবং বিপি ফরম নং-৪২ অনুসারে আদালতে আসামিদেরকে অব্যাহতি দেয়ার জন্য যে রিপোর্ট পেশ করেন তাকে চূড়ান্ত রিপোর্ট বলে।

ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩(৩ক) ধারা। পিআরবি-২৭৫ বিধি।

চূড়ান্ত রিপোর্ট প্রধানত ০৫ প্রকার। যথা ঃ-

  •  (1) চূড়ান্ত প্রতিবেদন সত্য,                       
  • (2) চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা,
  •  (3) চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভূল,          
  • (৪) চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভূল,
  •  (৫) চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য।

চূড়ান্ত প্রতিবেদন সত্যঃ

(Final Report as True-(FRT) এজাহারের বর্ণিত সত্য কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ নেই, এমতাবস্থায় তদনর্তকারী কর্মকর্তার প্রতিবেদন হলে  FRT.

চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা ঃ

(Final Report as Internationally False-(FRIF) ঘটনা মিথ্যা এবং হয়রানিমূলক, এমতাবস্থায় তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদন হলো (FRIF)।

চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভূল ঃ

(Final Report as Mistake of Fact-(FRMF) তদন্তে প্রাপ্ত ঘটনা বকে প্রকার এবং এজাহারের বর্ণিত ঘটনা অন্য প্রকার, এমতাবস্থায় চূড়ান্ত প্রতিবেদন হলো (FRMF)।

চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভূল (Final Report as Mistake of Low-(FRML), যে আইনে এজাহার করা হয়েছে সে আইনে নয় অন্য আইনের মামলা চলবে এমতাবস্থায় তদন্তকারী কর্ম কর্তার প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদন (FRML)।

চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য (Final Report as Non Congnizable-(FRN-Cog), এজাহারে বর্ণিত ঘটনা আংশিক প্রমাণিত হলে এবং তা এফ.আই.আর প্রসিকিউটর রিপোর্ট আদালতে দাখিল করবেন। এটি হলো-(FRN-Cog)

ফৌঃকাঃ আইনের ১৭৩(৩ক) ধারা। পিআরবি-২৭৫ বিধি।

চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে কোনো আমলযোগ্য অপরাধের মামলার সকল আসামিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel