দখলে থাকা সম্পত্তির মালিক সম্পত্তি থেকে বেদখল হয়ে গেলে তার দখল ফিরে পাওয়ার জন্য মালিক SR ACT বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা নং 9 অনুযায়ী তার সম্পত্তির অধিকার ফিরিয়ে পেতে আদালতের নিকট মামলা দায়ের করতে পারে। এই মামলায় মালিক সম্পত্তির পুনরুদ্ধার পাওয়ার অধিকারী। এ ধরনের মোকদ্দমাতে বাদীকে সম্পত্তির স্বত্ব প্রমাণ করতে হয় না। অর্থাৎ তিনি যে সম্পত্তির মালিক তা প্রমান করতে হয় না, তবে যে সকল তথ্যাদি প্রমাণ করতে হবে তা হলো নিম্নরূপ :
1) সম্পত্তিটি বাদীর দখলে ছিল ;
2) বাদীর সম্মতি ছাড়াই তাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে ;
3) আইনানুগ পন্থা ছাড়াই তাকে এরূপ বেদখল করা হয়েছে ;
4) দখল নিয়ে নেওয়ার ছয় মাসের মধ্যে মামলাটি করা হয়েছে;
5) আর মামলাটি সরকারের বিরুদ্ধে করা হয় নি?
উপরে পাঁচটা বিষয়ে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে পারলেই মালিক তার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে।
প্রশ্নঃ স্থাবর সম্পত্তির মালিক (যেমন জমির মালিক)- এর কাছ থেকে যদি জোর পূর্বক তার সম্পত্তি কেউ দখল করে নেই তাহলে তার প্রতিকার কিভাবে পাওয়া যায়?
Tuesday, November 09, 2021
0