Ads Area

Snow
Maruf Hossen Jewel

তামাদি আইনের ৬, ৭ ও ৮ ধারা মোতাবেক বৈধ্য অপারগতা ও একের অধিক ব্যক্তি বৈধ্য অপারগ হলে করণীয়ও বিশেষ ব্যতিক্রম

 তামাদি আইনের ৬ ধারাঃ

তামাদি আইনের ৬ ধারার শিরোনাম- বৈধ্য অপারগতা

বৈধ্য অপারহ কেঃ

তামাদি আইনের ৬ ধারা মোতাবেক ৩ টি বিষয়ে অপারগত হিসিবে উল্লেখ করা হইয়াছেঃ

১) নাবালক

২) উন্মাদ বা পাগল

৩) জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীণতা।

যে সকল ক্ষেত্রে ৬ ধারার বিধান প্রযোজ্যঃ


১) মামলা দায়ের বা মামলার কার্যক্রম এর ক্ষেত্রে

২) ডিক্রি জারির আবেদন

৬ ধারার বিধান প্রযোজ্য নয় যে সকল ক্ষেত্রেঃ

১) আপীল

২) লিভ টু আপীল বা আপীলের অনুমতির দরখাস্ত

৩) রিভিউ

৪) রিভিশন

৫) আবেদন দায়েরের ক্ষেত্রে।

= ৬ থেকে ৮ ধারার অপারগতা বাদীর ক্ষেত্রে প্রযোজ্য বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তামাদি আইনের ৬ ধারাঃ

তামাদি আইনের ৬ ধারার শিরোনাম- বৈধ্য অপারগতা

তামাদি আইনের ৬(১) ধারা মোতাবেক, যে ক্ষেত্রে কোন মোকদ্দমা বা ডিক্রি জারীর অধিকারী ব্যাক্তি যদি বৈধ্য অপারগ হন অথ্যাৎ নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন হন উক্ত ক্ষেত্রে উক্ত ব্যক্তির অপারগতা অবসান হওয়ার পর হইতে মামলা করিবার অধিকার সৃষ্টি হইবে।

উদাহরণঃ

ক যদি পাগল হন তাহলে তাহার মামলা বা ডিক্রি জারির অধিকার তাহার অপারগতা সমাপ্তি না হওয়া পরযন্ত স্থগিত থাকিবে।

তামাদি আইনের ৬(২) ধারা মোতাবেক, একটি অপারগতা থাকা অবস্থায় আরেকটি অপারগতায় পতিত হইলে উক্ত অপারগতা সমাপ্তি না হওয়া পরযন্ত তামাদি মেয়াদ স্থগিত থাকিবে।

উদাহরণঃ

ক নাবালক থাকা অবস্থায় মামলা করিবার অধিকার জন্মে , ক সাবালক হওয়ার পুরবে ক পাগল হইয়া যান উক্ত ক্ষেত্রে তাহার অপারগতা সমাপ্তি না হওয়া পরযন্ত তামাদি মেয়াদ স্থগিত থাকিবে।

তামাদি আইনের ৬(৩) ধারা মোতাবেক, কোন ব্যক্তির অপারগতা শেষ হওয়ার পুর্বে যদি সে মারা যান উক্ত ক্ষেত্রে তাহার বৈধ্য পতিনিধি মামলা দায়ের করিতে পারিবেন।

উদাহরণঃ

ক নাবালক থাকা অবস্থায় মামলা করিবার অধিকার জন্মে , ক সাবালক হওয়ার পুরবে ক মারা যান উক্ত ক্ষেত্রে তাহার বৈধ্য পতিনিধি মামলা দায়ের করিতে পারিবেন।

তামাদি আইনের ৬(৪) ধারা মোতাবেক, কোন ব্যক্তির অপারগতা শেষ হওয়ার পুর্বে যদি সে মারা যান উক্ত ক্ষেত্রে তাহার বৈধ্য পতিনিধি অপর অরেকটি অপারগতার রহিয়াছেন উক্ত ক্ষেত্রে উহার অপারগতা শেষ হওয়ার পার মামলা দায়ের করিবেন।

উদাহরণঃ

ক নাবালক থাকা অবস্থায় মামলা করিবার অধিকার জন্মে , ক সাবালক হওয়ার পুরবে ক মারা যান উক্ত ক্ষেত্রে তাহার বৈধ্য পতিনিধি খ  নাবালক হন উক্ত ক্ষেত্রে খ এর নাবালকত্ব অবসান হওয়ার পর মামলা দায়ের করিতে পারিবেন।

তামাদি আইন ৭ ধারাঃ

তামাদি আইন ৭ ধারার শিরোনাম- একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা।

তামাদি আইন ৭ ধারারঅনুযায়ী একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগ গলে করণীয়ঃ

১) বাদী বা দরখাস্তকারী এক জন্য অপারগ হলে আনগত ভাবে সক্ষম ব্যক্তি মামলা দায়ের করিতে পারবে। এবং তামাদি অতিবাহিত হইবে।

২) বাদী বা দরখাস্তকারী এক জন্য অপারগ হলে আনগত ভাবে সক্ষম ব্যক্তি যদি অপারগ ব্যক্তি অনুমতি ছাড়া দায় মুক্তি লাভ করিতে না পারেন উক্ত ক্ষেত্রে সকলের তামাদি স্থগিত থাকিবে।

 

তামাদি আইন ৮ ধারাঃ

তামাদি আইন ৮ ধারার শিরোনাম- বিশেষ ব্যতিক্রম

তামাদি আইন ৮ ধারার শিরোনাম- বিশেষ ব্যতিক্রম বা ৬ ও ৭ ধরার ব্যতীক্রম বা ৬ ও ৭ ধারা অনুযায়ী বৈধ্য অপারগতা ও একর অধিক ব্যক্তি অপারগ হলে করণীয় এর ব্য্তিক্রম বা উল্ট।

তামাদি আইন ৮ ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে ৬ ও ৭ ধারা প্রযোজ্য নয়ঃ

১) অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে তামাদি আইনের ৬ ও ৭ ধারা প্রযোজ্য নয়।

১) আইনগত অপারগতা অবসান বা সমাপ্তি হওয়ার পর ৩ বছর অপারগ ব্যক্তিগণ তামাদির সুবিধা ভোগ করিবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel