Ads Area

Snow
Maruf Hossen Jewel

Limitation Act 5 বিলম্ব মওকুফ

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

 ধারা-৫। ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ (Extension of period in certain cast:-


যে ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযােজ্য:

ক) আপীলের দরখাস্তে। 

খ) আপীল করার অনুমতি প্রার্থনার সৱখাস্তে। 

গ) রিভিউ এর দরখাস্তে। 

ঘ) রিভিশনের দরখাস্তে। এবং 

ঙ) অন্য কোন আইন অনুযায়ী দরখাস্ত যেখানে তামাদিৱ ৫ ধাৱা প্ৰযোজ্য করা হয়েছে ।

যে ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযােজ্যতার কারন:

ক) পক্ষ সমূহের অসুস্থতা

খ) কারাবাস বা কারাদণ্ড

গ) দারিদ্রতা বা অর্থের অভাব

ঘ) এডভোকেটের ভুল

ঙ) রায় বা আদেশ নকল তুলতে কর্মকর্তার ভুল

ক) আদালতের আদেশ দ্বারা বিভ্রান্ত হওয়া

খ) জাবেদা নকল;

গ) সরল বিশ্বাসের ভুল;

ঘ) ভুল আদালতের মামলা দাখিল;

ঙ) অফিসের ভুল;

চ) ভুল পরামর্শ;

ছ) বাদীর কারগারে থাকা;

জ) প্রাকৃতিক দূর্যোগ;

ঝ) কোর্ট ফির অপ্রতুলতা;

ঞ) বাদীর অসুস্থতা

ট) কৌশলীর ভুল;

ঠ) রায বা ডিক্রীর সার্টিফাই কপিতে ভুল

ড) আইনের অজ্ঞতা

ঢ) তামাদি সময় গননায় ভুল হলে।

ণ) মৃত্যু


যে ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযােজ্য নয়:

১) মূল মামলা দায়েরের ক্ষেত্রে

২) বিশেষ আইনের ক্ষেত্রে

লিমিটেশন এ্যাক্ট ১৯৫৮ এর ৫ ধারা স্যূটের বা মূল মামলা যেমন স্বত্ব ঘােষণা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্থায়ী নিষেধাজ্ঞা দায়ের করার মেয়াদের ইত্যাদির ক্ষেত্রে প্রযােজ্য হবে না।

৫ ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের স্বেচ্ছোধীন ক্ষমতা। অর্থাৎ তামাদি মওকুফ করতে আদালত বাধ্য নয়।

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area

Snow
Maruf Hossen Jewel