Ads Area

Snow
Maruf Hossen Jewel

The_Specific_Relief_Act_1877(সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭....!!!📝📝📝🖋🖊🖌

1) স্বত্ত্ব ঘোষণার মোকদ্দমার কোর্ট ফিস কত টাকা?

a) আডভেলুরাম কোর্ট ফি
b) ৩০০/- টাকা
c) ক ও খ
d) উপরের কোনটাই না

Correct: b) ৩০০/- টাকা

2) অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মামলার কোন পর্যায়ে করা যায়-

a) যে কোন পর্যায়ে
b) মামলা দায়েরের সময়
c) নির্দিষ্ট পর্যায়ে
d) মাঝামাঝি পর্যায়ে

Correct: a) যে কোন পর্যায়ে

3) দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের

a) পক্ষ থাকার প্রয়োজন নাই
b) অবশ্যই পক্ষ থাকতে হবে
c) একজন সাক্ষী হতে হবে
d) উপরের কোনটিই নয়

Correct: b) অবশ্যই পক্ষ থাকতে হবে।

4) সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে?

a) 1871
b) 1877
c) 1881
d) 1887

Correct: b) 1877

5) সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা আছে-

a) ১৫ ধারা
b) ২৪ ধারা
c) ৩২ ধারা
d) ১২ ধারা

Correct: d) ১২ ধারা

5) সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন ?

a) ৪২ ধারা
b) ৯ ধারা
c) ৫ ধারা
d) ৪ ধারা

Correct: c) ৫ ধারা

6) কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায়-

a) জমি বিক্রয়ের চুক্তি
b) বাড়ী বিক্রয়ের চুক্তি
c) স্বর্ণ বিক্রয়ের চুক্তি
d) স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি

Correct: c) স্বর্ণ বিক্রয়ের চুক্তি

7) নিম্নের কোন চু্ক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে

a) যে চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে-
b) যখন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাষ্টের পরিপন্থী চুক্তি করে
c) যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করে
d) যে চুক্তি বাতিলয়োগ্য প্রকৃতি

8) কার পক্ষে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায় না-

a) যে নিজে চু্ক্তির শর্ত ভঙ্গ করে
b) যে চু্ক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেযেছে
c) স্থাবর সম্পত্তিতে যার স্বত্ব নেই
d) সবগুলো

Correct: d) সবগুলো

9) সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না ?

a) দন্ডমূলক আইনের ক্ষেত্রে
b) দেওয়ানী কার্যবিধির ক্ষেত্রে
c) দেওয়ানী প্রতিকারের জন্য
d) কোনটিই নয়

Correct: d) কোনটিই নয়

10) পক্ষ কর্তৃক দলিল বাতিলের মামলায় কোর্ট ফিস প্রদান করতে হয়-

a) নির্দিষ্ট
b) মূল্যানুসারে
c) এ্যাডভেলুর‌্যাম কোর্ট ফিস এর অর্ধেক
d) কোনটি নয়

Correct: b) মূল্যানুসারে

11) ঘোষণামূলক মামলার কারন হচ্ছে-

a) সম্পত্তির অধিকার অস্বীকার
b) আইনগত পরিচয় অস্বীকার
c) ক এবং খ
d) ক অথবা খ

Correct: d) ক অথবা খ

12) কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না-

a) জরিমানা
b) সম্পত্তি বাজেয়াপ্তকরন
c) আর্থিকক্ষতিপূরণ
d) উপরেরসবগুলো

Correct: d) উপরেরসবগুলো

13) কে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে-

a) বাদী
b) মোকদ্দমার যে কোন পক্ষ
c) বিবাদী
d) সবগুলো

Correct: d) সবগুলো

14) নিবারণমূলক প্রতিকার মঞ্জুর করা হয়-

a) অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে
b) স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে
c) আদালতের ইচ্ছাধীন ক্ষমতায়
d) উপরের সবগুলি

Correct: d) উপরের সবগুলি

15) সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯নং ধারায় মোকদ্দমায় বাদীকে নীচের কোন বিষয়টি প্রমাণ করতে হবে?

a) তিনি সম্পত্তিটি দখলে ছিলেন
b) বিবাদী তাকে বেদখল করেছে
c) সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে
d) বাদী ছয় মাসের মধ্যে মোকদ্দমাটি দায়ের করেছে

Correct: c) সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে

16) যেই ক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লংঘনের ফলে আর্থিকভাবে ক্ষতিপূরণ পাওয়া যাইবে না, সেই ক্ষেত্রে আদালত আদেশ দিবেন-

a) স্থগিতাদেশ
b) অস্থায়ী নিষেধাজ্ঞার
c) চিরস্থায়ী নিষেধাজ্ঞার
d) আদেশমূলক

Correct: c) চিরস্থায়ী নিষেধাজ্ঞার

17) সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি আছে বা বিষয়বস্তু কি?

a) অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার
b) স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্বার
c) নিষেধাজ্ঞা
d) উপরের কোনটাই না

Correct: b) স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্বার

18) কলেজের অধ্যক্ষ হিসেবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব?

a) ৯ ধারা
b) ৫৪ ধারা
c) ৩২ ধারা
d) ৪২ধারা

Correct: d) ৪২ধারা

 
19) ৪২ ধারায় মোকদ্দমা করিবার পর যদি বেদখল হয়,তাহ হইলে কি করিবেন?

a) দখল পুনরুদ্ধারের মোকদ্দমা
b) স্বত্ত্ব ঘোষণার মোকদ্দমা
c) স্বত্ত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা
d) উপরের কোনাটাই না

Correct: c) স্বত্ত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা

20) কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতার পড়ে না?

a) চুক্তি বাস্তবায়ন
b) নিষেধাজ্ঞা
c) স্বত্ব ঘোষণা
d) আর্থিক ক্ষতিপূরণ

Correct: d) আর্থিক ক্ষতিপূরণ

21) চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনে আদেশ হচ্ছে-

a) প্রতিরোধমূলক প্রতিকার
b) আদেশাত্মক প্রতিকার
c) নিরোধমূলক প্রতিকার
d) কোনটিই নয়

Correct: b) আদেশাত্মক প্রতিকার

22) অধিকার লঙ্ঘনের ফলে যে ক্ষতি হবে, তার বিপরীতে আর্থিক ক্ষতিপূরন পাওয়ার কোন সম্ভবনা না থাকলে আদালত নি¤œলিখিত কোন আদেশ টি দিতে পারে ?

a) অস্থায়ী নিষেধাজ্ঞা
b) স্থায়ী নিষেধাজ্ঞা
c) আদেশের মাধ্যমে
d) ক এবং খ উভয়

Correct: b) স্থায়ী নিষেধাজ্ঞা

23) সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিধান অনুযায়ী মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে বেদখল হওয়া ব্যতিরেকে আর কি প্রমাণ করতে হবে ?

a) বিবাদী তাকে বেদখল করেছে
b) বেদখলটি বাদীর সম্মতি ব্যতিরেকে হয়েছে
c) নালিশী সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে
d) বাদী ছয় মাসের মধ্যে মোকদ্দমাটি দায়ের করেছে।

Correct: c) নালিশী সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে

24) Specific Relief Act এর ৯ ধারায় তামাদির মেয়াদ কত

a) ৩ মাস
b) ৬ মাস
c) ১ বছর
d) ৩ বছর

Correct: b) ৬ মাস

★★[বি:দ্র] যদি উত্তরগুলো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।।। 

#সুমন_চন্দ্র_ঘোষ
#শিক্ষানবিশ_আইনজীবী 
#ঢাকা_জজ_আদালত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel