Ads Area

Snow
Maruf Hossen Jewel

তামাদি আইন, ১৯০৮(Short Study)

১। তামাদি আইন কত সালের আইন ?
উত্তর- ১৯০৮ সালের
২। তামাদি আইন কত নম্বর আইন ?
উত্তর- ১৯০৮ সালের ৯ নং আইন।
৩। তামাদি আইন কখন বলবৎ হয় ?
উত্তর- ১৯০৯ সালের ১লা জানুয়ারী।
৪। মেয়াদ উর্ত্তীণ হবার পর দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয় কোন ধারা মতে ?
উত্তর- ৩ ধারা মতে।
৫। বৈধ অক্ষমতা তামাদি আইনের কত ধারায় আছে ?
উত্তর- ৬ ধারায়।
৬। এখতিয়ার বিহীন আদালতে মামলার মুনানীকাল
তামাদি গননা হতে বাদ দেয়ার জন্য বিধান রয়েছে তামাদি আইনের কত ধারায় ?
উত্তর- ১৪ ধারায়।
৭। প্রতারণা মেয়াদ উর্ত্তীণ হওয়াকে বন্ধ বা স্থগিত রাখে কোন ধারা বলে ? অথবা তামাদির মেয়াদ উর্ত্তীণর দিন আদালত বন্ধ থাকলে আদালত পুনরায় খোলার তারিখ মামলা আপীল দরখাস্ত দাখিল করা যাবে কোন বিধান বলে?
উত্তর- তামাদি আইনের ১৮ ধারা বলে ।
৮। তামাদি মার্জনার দরখাস্ত করা হয় ?
উত্তর- আপীল ও অন্যান্য দরখাস্ত দায়েরের
ক্ষেত্রে।
৯। একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ
হলে পরবর্তী কোন অক্ষমতার দ্বারা তা বন্ধ হবে না- কোন ধারা মতে ?
উত্তর- তামাদি আইনের ৯ ধারা মতে।
১০। আইনানুগ কার্যধারায় যে পরিমান সময়
তামাদি গননা হতে বাদ দিতে হবে কোন
ধারার বিধান
মতে ?
উত্তর- তামাদি আইনের ১২ ধারা মতে।
১১। নকল সংগ্রহের জন্য আবশ্যকীয় সময়
তামাদি গননার মধ্যে গন্য নয় কোন
ধারামতে ?
উত্তর- তামাদি আইনের ১২ ধারা মতে
১২। কোন ধারা মতে এখতিয়ারবিহীন
আদালতে সদুদ্দেশ্য মূলক কার্যধারায় যে
সময়
গননা হতে বাদ দিতে হবে ?
উত্তর- ১৪ ধারা মতে।
১৩। তামাদির বিরুদ্ধে প্রতারনার অজুহাত
উত্থাপন করা যায়
কোন ধারা মতে ?
উত্তর- তামাদি আইনের ১৮ ধারা মতে।
১৪। স্বীকার পত্র এর বিধান তামাদি
আইনের কত
ধারায় ?
উত্তর- ১৯ ধারায়- স্বীকার পত্র লিখিত ও
স্বাক্ষরিত
হবে।এবং স্বীকার পত্র মেয়াদ উর্ত্তীণ
হবার
পূর্বে হবে।
১৫। উত্তরদায় সংক্রান্ত ঞ্ঝণ পরিশোধের
অথবা সুদ
প্রদানের ফলাফল সম্পর্কে কোন ধরায়
আলোচনা করা হয়েছে ?
উত্তর- তামাদি আইনের ২০ ধারায়।এবং
ঞ্ঝণ পরিশোধ
করতে হবে তামাদি কাল অতিক্রান্ত হবার
পূর্বে।
১৬। সুখাধিকার অর্জন র্সংক্রান্ত বিধান
তামাদি আইনের
কোথায় আছে ?
উত্তর- তামাদি আইনের ২৬ ধারায়।
১৭। আলো বাতাস প্রবেশ ও ব্যবহার
চলাচলের পথ
জলস্রোত, পানির ব্যবহার বিষয়ে ইজমেন্ট
অধিকার
কোন ধারায় বর্নিত হয়েছে ?
উত্তর- তামাদি আইনের ২৬ ধারায়।
১৮। তামাদি আইনের কোন ধারার বিধান
মতে জবর
দখলকারীর মালিকানা সৃষ্টি হয় ?অথবা
প্রকৃত মালিকের
সম্পত্তির অধিকার বিলুপ্ত হয় কোন ধারা
মতে ?
উত্তর- ২৮ ধারার বিধান মতে।
১৯। আপীলের ক্ষেত্রে কখন বিলম্ব
মার্জনার
সুবিধা পাওয়া যাবে না ?
উত্তর- আপীলটি যদি বিশেষ ক্ষমতা আইনে
হয়।
২০। তামাদি আইনের ২ অনুচ্ছেদ মতে
ক্ষতিপূরনের
মামলা দায়েরে তামাদি কাল কত ?
উত্তর- ৯০ দিন।
২১। স্থাবর সম্পত্তির দখল পূনরুদ্ধারের
তামাদি কাল কত
ও কত অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৬ মাস। এবং তামাদি আইনের ৩
নং অনুচ্ছেদে বলা আছে।
২২। মানহানির দরুন ক্ষতিপূরনের
মোকদ্দমার
তামাদি কাল কত ?
উত্তর- ১ বছর।
২৩। অর্থের মাধ্যমে পরিশোধ কর্জ দেয়া
অর্থ
আদায়ের জন্য মোকদ্দমার তামাদি কাল
কত এবং কত
অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৩ বছর।তামাদি আইনের ৫৭
অনুচ্ছেদে।
২৪। হ্যান্ড নোটের টাকা আদায়ের জন্য
মোকদ্দমার তামাদি কাল কত ?
উত্তর- ৩ বছর।
২৫। চুক্তির মাধ্যমে দেয়া কর্জের অর্থ
আদায়ের
মোকদ্দমা দায়েরের তামাদি কাল কত ?
উত্তর- ১ বছর।
২৬। দলিল রদ বা বাতিল করার তামাদি
কাল কত
এবং তামাদি আইনের কোথায় বর্নিত
হয়েছে ?
উত্তর- ৩ বছর । তামাদি আইনের ৯১
অনুচ্ছেদে।
২৭। সুর্নিদিষ্ট চুক্তি প্রবলের জন্য
মোকদ্দমার
তামাদি কাল কত এবং কত অনুচ্ছেদে বলা
আছে ?
উত্তর ১ বৎসর। এবং তামাদি আইনের ১১৩
অনুচ্ছেদে বলা আছে।
২৮। ঘোষনামূলক মোকদ্দমা ১২০ অনুচ্ছেদ
মোতাবেক হলে উহার তামাদি কাল কত ?
উত্তর- ৬ বৎসর।
২৯। স্বত্ব সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা
দায়েরর
তামাদি কাল কত এবং তামাদি আইনের
কোথায় বর্নিত
আছে ?
উত্তর- ১২ বৎসর। এবং তামাদি আইনের ১৪২
অনুচ্ছেদে বর্নিত আছে।
৩০। জবর দখলকারীর মালিকানা লাভের
জন্য
মোকদ্দমাকারীর তামাদি কাল কত এবং
কত
অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ১২ বৎসর। এবং তামাদি আইনের ১৪৪
অনুচ্ছেদে বলা আছে।
৩১। বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার
জন্য বন্ধক
গ্রহীতার বিরুদ্ধে মোকদ্দমার তামাদি
কাল কত
এবং কত অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৬০ বছর। এবং তামাদি আইনের ১৪৮
অনুচ্ছেদে বলা আছে।
৩২। মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল এর
তামাদি কাল কত এবং কত অনুচ্ছেদে বলা
আছে ?
উত্তর- ৭ দিন এবং ১৫০ অনুচ্ছেদে ।
৩৩। দেওয়ানী মোকদ্দমায় জেলা জজের
আদালতে দায়েরকৃত আপীল এর তামাদি
কালকত
এবং কত অনুচ্ছেদে বর্নিত হয়েছে।
উত্তর- ৩০ দিন এবং তামাদি আইনের ১৫২
অনুচ্ছেদে বলা হয়েছে।
৩৪। ফৌজদারী মামলায় হাইকোর্ট ভিন্ন
অন্য
আদালতের আপীলের তামাদি কাল কত ?
উত্তর- ৩০ দিন।
৩৫। দায়রা জজের নিকট দায়েরকৃত
আপীলের
তামাদি কাল কত অনুচ্ছেদে বর্নিত
হয়েছে ?
উত্তর- তামাদি আইনের ১৫৪ অনুচ্ছেদে।
৩৬। হাইকোর্ট বিভাগে দায়ের যোগ্য
ফৌজদারী কার্যবিধি মোতাবেক আপীল
এর
তামাদি কাল কত এবং তামাদি কাল কত
অনুচ্ছেদে বর্নিত ?
উত্তর- ৬০ দিন। তামাদি আইনের ১৫৫
অনুচ্ছেদে।
৩৭। দেওয়ানী কার্যবিধি মোতাবেক
হাইকোর্টে আপীল দায়েরের তামাদি কাল
কত ?
উত্তর- ৯০ দিন।
৩৮। খালাসের বিরুদ্ধে আপীল দায়েরের
তামাদি কাল
কত ?
উত্তর- ৬ মাস।
৩৯।খালাসের
বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুসারে
আপীল
দায়েরের তামাদি কাল অনুচ্ছেদে বলা
আছে ?
উত্তর- তামাদি আইনের ১৫৭ অনুচ্ছেদে বলা
আছে।
৪০। গর হাজিরার জন্য খারিজ হওয়া
মোকদ্দমা পূর্নবহাল
করার জন্য বাদীর দরখাস্তের তামাদি কাল
কত ?
উত্তর- ৩০ দিন।
৪১। বাদীর অনুপস্থিতির কারনে মোকদ্দমা খারিজ হলে উহা পূনরুজ্জীবিত করনের আবেদনের তামাদি কাল কত এবং কত অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৩০ দিন এবং তামাদি আইনের ১৬৩ অনুচ্ছেদে বলা আছে।
৪২। একতরফা ডিক্রী রদের জন্য বিবাদী কতৃক
দায়েরকৃত দরখাস্তের তামাদি কাল কত এবং কত
অনুচ্ছেদে বলা হয়েছে ?
উত্তর- ৩০ দিন এবং তামাদি আইনের ১৬৪ অনুচ্ছেদে বলা হয়েছে।
৪৩। তামাদি আইনের মোট কতটি ধারা আছে এবং কতটি অনুচ্ছেদ আছে ?
উত্তর- ৩২টি ধারা এবং ১৮৩টি অনুচ্ছেদ
============
©©©™

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel