★দেওয়ানী কার্যবিধি ১৯০৮সালের ৫নং অাইন। মোট ১৫৮টি ধারা, ৫১টি অাদেশ অাছে এবং মোট তফসিল অাছে ৫ টি।
★১৯০৮সালের ৫ নং অাইনের পূর্বে ৩টি কোড ছিল।
★এটি একটি মূল অাইন এবং পদ্ধতি গত অাইন।
★১৯০৮সালের দেওয়ানী কার্যবিধি পাশ হওয়ার অাগে মোট ধারা ছিল ৬৫৩ টি।
★দেওয়ানী কার্যবিধির সর্বোচ্চ বিধি সংবলিত অাদেশ ২১ এবং সর্বনিম্ন বিধি সংবলিত অাদেশ হল ৪২ এবং ৫০।
★২০০৩ সালে দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা সংশোধনের মাধ্যমে জেলা জজকে রিভিশন এর ক্ষমতা দেওয়া হয়েছে।
★দেওয়ানী অাদালত প্রতিষ্টিত হয় Cvil courts act 1887।
★সাক্ষীর প্রতি সমনের কথা বলা অাছে ৩১ ধারায়।
★চুড়ান্ত শুনানি নির্ধারণ হওয়ার ১২০ দিনের মধ্যেই অাদালত শুনানী শেষ করবেন।
★যে কোন পক্ষের অনুরোধ ক্রমে অাপীল অাদালত অাপীলের শুনানি ৩ বার মূলতবী করতে পারবে।
★মোকাদ্দমা ব্যয়ের উপর অনাধীক ৬%সুদ দেওয়ার নির্দেশ দিতে পারে।
★অারজি সংশোধনের দরখাস্ত না মঞ্জুর হলে রিভিশন করতে হবে।
★অনুসন্ধান ২প্রকার।
★বিচার্য বিষয়/মূলতবী কথা বলা অাছে ১৪ নং /১৭নং অাদেশে।
★মূল মোকদ্দমার পক্ষ না হলে ৯৬ধারা অনুযায়ী অাপীল করা যায় না।
★কমিশন কতৃক সরেজমিনে তদন্ত রিপোর্ট দেওয়ার সর্বোচ্চ সময় ৩মাস।
★কমিশন কতৃক অাদালতে দাখিল কৃত স্থানীয় তদন্ত রিপোর্ট মোকদ্দমার অংশ হিসাবে গন্য হবে।
★দেওয়ানী মামলায় সর্বোচ্চ ২০০০টাকা পর্যন্ত Adjournment cost দেওয়া যেতে পারে।
★দেওয়ানী মামলায় ডিক্রি জারী মূলে কোন সম্পত্তির নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে ১৫দিনের মধ্যে ক্রয়মূল্য অাদালতে জমা দিতে হবে।
★মোকাদ্দমার অ্যবেইটমেন্ট অাদেশ সরাসরি বাতিল করার জন্য অাদালত একজন দরখাস্তকরীকে সর্বোচ্চ ৩০০০টাকা পরিশেষের নির্দেশ দিতে পারেন।
★সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন জড়িত মোকদ্দমা সম্পর্কে বলা অাছে দেওয়ানী কার্যবিধি ২৭এ অাদেশে।
★ডিক্রিজারী ৩৬-৭৪ ধারা এবং ২১ নং অাদেশে।
★অাপীল এর কথা বলা অাছে ৯৬-১১২ধারা এবং ৪১-৪৫ নং অাদেশে।
★রিভিউর কথা বলা অাছে ১১৪ধারা এবং ৪৭অাদেশে।
★রিভিশনের কথা বলা অাছে ১১৫ ধারাতে।
★রেফারেন্স এর কথা বলা অাছে ১১৩ ধারা এবং ৪৬অাদেশে।
Nazmul Islam Siddique Shakil. LL. B.(Hons.),LL.M.