সুর্নিদিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা ঘোষণামুলক মামলা কি। ঘোষণামুলক ডিক্রি কি। ঘোষণামুলক মামলা বা ঘোষণামুলক ডিক্রী পাওয়ার শর্তাবলীবা উপাদান। কোর্ট ফি কত। ঘোষণামুলক মোকদ্দমার তামাদি। ঘোষণামুলক ঘোষনামুলক মোকদ্দমা কতটি ক্ষেত্রে করা যায়। ঘোষণামূলক ডিক্রী এবং জারী মামলা আরোচনা কর। আদালত এমন কোনো ঘোষণা প্রদান করবেন না যেখানে বাদী শুধু সত্ব ঘোষণা ছাড়াও আরো প্রতিকার প্রার্থনা করতে পারতেন কিন্তু তা করেন নাই আলোচনা কর।
Sunday, October 10, 2021
Read more