খাস জমি
সরকারি খাস জমি বলতে ব্যক্তি, সংস্থা বা অন্যান্য সরকারি বিভাগের মালিকানা বহির্ভূত ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন খাস জমি বুঝবে এবং নিম্মোক্ত শ্রেণীর জমি ইহার অন্তর্ভুক্ত হবেঃ
- (ক) কালেক্টরের ১নং খতিয়ান এবং ৮নং রেজিস্টারের অন্তর্ভুক্ত সকল জমি।
- (খ) নদী বা সমুদ্রগর্ভ হতে জেগে উঠা চরের জমি যা সিকস্তি জমির পুনরাবির্ভাব (পয়স্তি) হোক অথবা সম্পূর্ণভাবে নতুন চরই হোক (জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর ৮৬ ধারা।
- (গ) বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং লিমিটেমন অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের ৯৮ নং আদেশ) এর ৩ ধারা মোতাবেক পরিবার/সংস্থার মালিকানাধীন ১০০ বিঘার অতিরিক্ত সরকারের নিকটে সমর্পনযোগ্য জমি।
- (ঘ) সরকার কর্তৃক নিলামে ক্রয়কৃত জমি।
- (ঙ) জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০, এর ৯১ ধারা মোতাবেক অধিগ্রহণক্রত জমি।
- (চ) মালিকানা ও দাবিদারবিহীন জমি এবং
- (ছ) সরকারি বিভাগ বা বিধিবদ্ধ সংস্থার জন্য অধিগ্রহণকৃত জমির মধ্যে যে পরিমাণ জমি অব্যবহার্য থাকার কারণে সরকার পুনঃগ্রহণ করেছেন।