আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৭
(পরীক্ষাঃ ১৪ই অক্টোবর, ২০১৭)
সময়ঃ ৪ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
প্রশ্ন-১। সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ রেস সাব জুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
প্রশ্ন-২। ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ১৪৪ ধারা উদাহরণসহ ব্যাখ্যা করুন।
প্রশ্ন-৩। ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে জমি হতে বেদখল করা হইয়াছে এবং তিনি জমি পুনরুদ্ধার করতে চান। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারা অনুযায়ী উক্ত জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। আপনি তার কাছ থেকে কী কী বিষয় জেনে আরজিতে অন্তর্ভুক্ত করবেন?
খ) উপরিউক্ত মামলার বিবাদী তার লিখিত জবাবে উল্লেখ করেন যে, বিরােধীয় জমিতে তার স্বত্ব রয়েছে, কারণ, তিনি উক্ত জমি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে খণ্ডন করবেন?
GROUP- B
প্রশ্ন-৪। জামিনযোগ্য ও জামিন অযােগ্য অপরাধের মধ্যে পার্থক্য কী? যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এমন অপরাধে একজন ব্যক্তিকে কোন অবস্থায় জামিন দেওয়া যেতে পারে? আলােচনা করুন।
প্রশ্ন-৫। পুলিশ ডায়েরি কি? একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয়সমূহ পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন? তদন্তকারী কর্মকর্তার নিকট হতে পুলিশ ডায়েরি তলবের বিষয়ে একজন আসামি আদালতে আবেদন করতে পারেন? যদি না পারেন, কেন?
GROUP- C
প্রশ্ন-৬। ক) অপরাধ সংঘটনে সহায়তা বলতে কি আপনি বুঝেন?
খ) ক’, ‘খ’ এবং গ’ একত্রে কে বিষ প্রয়ােগে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। যড়যন্ত্র অনুযায়ী ক’ বিষ সংগ্রহের জন্য ‘খ’ কে প্রয়ােজনীয় অর্থ দেয়। খ’ বিষয় সংগ্রহ করে ‘গ কে দেয়। ক’ এবং খ’ এর অনুপস্থিতিতে ‘গ’ ঐ বিষ ‘খ’ কে খাইয়ে তার মৃত্যু ঘটায়। ঘটনার প্রেক্ষিতে ঘ’ এর মৃত্যুর জন্য ‘ক’, ‘খ’ এবং গ’ এর দায় দায়িত্ব বিশ্লেষণ করুন।
প্রশ্ন-৭। সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলােচনা করুন।
GROUP- D
প্রশ্ন-৮। ক) ১৮৭২ সালের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক স্বীকার, স্বীকারােক্তি ও মৃত্যুকালীন ঘােষণার ব্যাখ্যা বিশ্লেষণ করুন।
খ) জনাব শওকত অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ঐ বাড়িতে তার অংশ তিনি তার sibling কে ভােগ করতে দিয়ে ১০ বৎসর যাবত জাপানে অবস্থান করেছেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবী করা থেকে কি বারিত হবেন? আপনার উত্তরের পােষকতার যুক্তি প্রদর্শন করুন।
প্রশ্ন-৯। ১৮৭২ সনের সাক্ষ্য আইন অনুযায়ী ‘acts in issue’ এবং relevant facts’ ব্যাখ্যা করুন। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে আপনি কি বুঝেন? উদাহরণ দিন। সাক্ষীর জেরা ও জবানবন্দিতে কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
GROUP- E
প্রশ্ন-১০। আইনগত অক্ষমতা কি? তামাদির উপর প্রতার প্রভাব (effect) সম্পর্কে আলােচনা করুন।
প্রশ্ন-১১। “মােকদ্দমাটি তামাদিতে বারিত” বলতে আপনি কি বুঝেন? ১৯০৮ সনের তামাদি আইনের ৫ ধারা ব্যাখ্যা করুন। বিশেষ আইনের আওতায় দায়েরকৃত কোনাে মামলার ক্ষেত্রে, যেখানে তামাদির বিধান রয়েছে, তামাদি আইনের ৫ ধারা প্রযােজ্য কি? যদি না হয়, কেন?
GROUP- F
প্রশ্ন-১২। বাংলাদেশ বার কাউন্সিল কি? একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইহার প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি?
প্রশ্ন-১৩। জনাব ক’ কুমিল্লার বিচারিক হাকিম আদালতে জমজমাটভাবে ফৌজদারী মামলা করেন। তিনি দুইজন ক্লার্ক নিয়ােগ করেছেন। তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে এবং অপরজনকে বাসস্ট্যান্ডে মক্কেল সংগ্রহের জন্য পাঠিয়েছেন। এই আইনজীবি মামলা সংগ্রহের জন্য দুইজন ক্লার্কের সহিত তার ফি ও ভাগাভাগি করেন। তিনি the Cannons of Professional Conduct and
Etiquette থাকলে, তাকে কি শাস্তি প্রদান করা যেতে পারে?