মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত, পিরোজপুর
সূত্র দেওয়ানী মোকদ্দমা নং- ০৭/১৪
আবুদ হোসেন
ঠিকানা................
......................... বাদী/দরখাস্তকারী
বনাম
আনোয়ার হোসেন
ঠিকানা...........................
.................................... বিবাদী
বিষয়: দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ ও ২ বিধি ও ১৫১ ধারামতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন।
বাদী/ দরখাস্তকারীর পক্ষে বিনীত প্রার্থনা এই যে,
১। যেহেতু বাদী/ দরখাস্তকারী গত ২০.০১.২০১৪ ইং তারিখে অত্র বিজ্ঞ আদালতে বিবাদী পক্ষের বিরুদ্ধে একটি স্বত্ব ঘোষনা ও দখল সাব্যস্থকরনের জন্য ০৭/১৪ নং মোকদ্দমা দায়ের করেছেন, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বটে।।।
২। যেহেতু বিবাদী পরধন লোভে মত্ত, সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক বটে। এলাকায় বিবাদী একজন দখলদার ও সন্ত্রাসী লোক বলে পরিচিত। বাদী তার বিরুদ্ধে স্বত্ব ঘোষনা ও দখল সাব্যস্তকরনের মোকদ্দমা দায়ের করার পর বিবাদী বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছে যে, তাকে সে দেখে নিবে এবং তার অনিষ্ট করবে।
৩। যেহেতু বিবাদী এলাকায় বলে বেড়াচ্ছে যে, আদালত যদি তার পক্ষে ডিক্রি নাও দেয় সে অবৈধভাবে হলেও উক্ত জমি দখলে নিবে এবং বাদীপক্ষকে উক্ত জমি থেকে উচ্ছেদ করবে ।।
৪। যেহেতু নালিশী জমিতে বাদী পক্ষের ফল- ফলাদীর গাছপালা ও একটি অস্থায়ী ঘর রয়েছে বাদী পক্ষ উক্ত ফল ফলাদী ভোগ করেন এবং অতিরিক্ত ফল ফলাদী বাজারে বিক্রী করে সংসারের কাজে লাগান ।
৫। যেহেতু বাদীপক্ষ বিশ্বস্তসূত্রে জানতে পেরেছেন যে, বাদীর দায়েরকৃত মোকদ্দমা বানচালের হীন উদ্দেশ্যে বিরধীয় সম্পত্তিতে একটি স্থায়ী ঘর তোলার পায়তারা করছেন।
৬। যেহেতু বিবাদী বিরধীয় নালিশী সম্পত্তি নিয়ে দায়েরকৃত মোকদ্দ্মাটি বর্তমানে চুড়ান্ত শুনানীর পর্যায়ে রয়েছে। এমতাবস্তায় বিবাদী যদি ভোরপূর্বক বিরধীয় সম্পত্তিতে কোন স্তায়ী ঘর তোলেন তাহলে বিরধীয় সম্পত্তির অবকাঠামোর পরিবর্তন হবে এবং বাদী মারাত্মক ক্ষতির সমূখিন হবে এবং তার আয় রোজগারের পথে বাধা সৃষ্টি হবে।
৭। যেহেতু বিবাদী বিরোধীয় নালিশী সম্পত্তিতে যাতে স্থায়ীভাবে কোন ঘর তুলতে না পারে এবং কোন গাছপালা কাটতে না পারে, সে জন্য বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা একান্ত প্রয়োজন বটে।
অতএব বিজ্ঞ হুজুর আদালতে প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থা ও কারণাধীন ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থে উক্ত মোকদ্দমার বিচার চলাকালীন সময়ে বিবাদী যাহাতে বিরোধীয় নালিশী সম্মতিতে কোন প্রকার ক্ষতিসাধন করতে না পারে সে জন্য বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানে হুজুরের মর্জি হয় এবং আপনার এরুপ আদেশের জন্য বাদী/দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে।
অদ্য তারিখ- ১৮-১-১৪ইং
তফসিল
জেলা - পিরোজপুর , থানা- পিরোজপুর
মৌজা- দাউদপুর, খতিয়ান- ১০২
দাগ নং ১২০৫, সম্পত্তির পরিমান- ৬ শতক।
চৌহদ্দি
উত্তরে- সরকারী রাস্তা। দক্ষিনে - পিরোজপুর
পূর্ব- আবুল কাশেমের জমি। পশ্চিমে- মোতালেবের পুকুর ।
হলফনামা
আমি মো- আবুল হোসেন, পিতা- কাবুল হোসেন, গ্রাম- দাউদপুর, থানা- পিরোজপুর, বয়স- ৩৫, পেশা- কৃষিকাজ, জাতীয়তা- জন্মসূত্রে বাংলাদেশী , শপথপূর্বক ঘেষনা করছি যে, উপরোক্ত বিবরন আমার বক্তব্য মতে সত্য এবং সঠিক জেনে আমার নিযুক্ত আইনজীবীর চেম্বারে বসে নিজ নাম স্বাক্ষর করিলাম।
স্বাক্ষর -
অত্র হলফকারী আমার পরিচিত মক্কেল তিনি আমার চেম্বারে বসে দরখাস্ত করেছেন। আমি তাকে সনাক্ত করলাম।