প্রথমত,
কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী যে কোন ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংঘটন সম্পর্কে এজাহার দায়ের করতে পারে।
দ্বিতীয়ত,
আমলযোগ্য অপরাধ সম্পর্কে পুলিশ যে কোন উৎস হতে খবর জানতে পারে, যেমন ফোনের মধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে।(ধারাঃ১৬৭)
তৃতীয়ত,
ফৌজদারী কার্যবিধির ১৯০ ধারার অধীনে ম্যাজিস্ট্রেট আমলযোগ্য বা আমল-অযোগ্য অপরাধের Cognizance নেয়ার পর উক্ত বিষয়টি পুলিশ স্টেশনে তদন্তের জন্য পাঠাতে পারেন।
চতুর্থত,
ফৌজদারী কার্যবিধির ২০০ ধারার অধীনে ম্যাজিস্ট্রেট কোন অভিযোগ(Complaint) গ্রহণ করে উক্ত অভিযোগটি থানায় তদন্ত করার জন্য FIR হিসেবে পাঠাতে পারেন।
উপরোক্ত চারটি উৎসের যে কোন একটি থেকে ম্যাজিস্ট্রেট খবর পেলে পুলিশ স্টেশনের officer-in-charge বা ওসি বা দারোগা পুলিশ স্টেশনের ডায়রিতে বিষয়টি অন্তর্ভুক্ত করবেন এবং ডায়রিতে লিখিত information টি First Information Reports (FIR) বা এজাহার বলে গণ্য হবে।
নালিশী দরখাস্ত বা Complaint এর ভিত্তিতে মামলা
পুলিশ যখন আমল অযোগ্য অপরাধ সংঘটনের সংবাদ পায় তখন পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এরূপ অপরাধের কোন তদন্ত করতে পারে না। এরূপ ক্ষেত্রে দারোগা বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সাধারণ ডায়রিতে(G.D. entry) অন্তর্ভুক্ত করবেন এবং অভিযোগটি সহ অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগসহ অভিযোগকারী উপস্থিত হলে ম্যাজিস্ট্রেট ২০০ এবং ১৫৫ ধারার অধীনে অভিযোগকারীকে শপথের মাধ্যমে পরীক্ষা করবেন।
দ্বিতীয়ত,
যে কোন ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট আমল অযোগ্য অপরাধ সংঘটনের ব্যাপারে লিখিত ভাবে অভিযোগ জানাতে পারে।
উপরোক্ত দুটি পন্থার যে কোন একটির মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি পৌছার সাথে সাথে CR case নাম্বার (Complaint Register Case Number) কিংবা CRP Nuumber (Complaint Register Petition Case Number) পড়বে।
এরূপ অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সম্পর্কে cognizance নিতেও পারেন অথবা অভিযোগটি বাতিল ভিত্তিহীন বলে আবেদন বাতিল করে দিতে পারেন অথবা তিনি বিষয়টির উপর তদন্ত করার জন্য আদেশ দিতে
পারেন।