দেওয়ানী কার্যবিধি আইনের ৬ আদেশে প্লিডিংস সম্পর্কে সাধারণ নিয়মগুলি লিপিবদ্ধ হয়েছে ।বিধি ১ এ প্লিডিংসের সংজ্ঞা ,বিধি ২ তে প্লিডিংসের মৌলিক নিয়ম কানুন এবং বিধি ৩ থেকে ১৩ তে বিশেষ ক্ষেত্রে প্লিডিংসে অতিরিক্ত সংযোজনের বিষয় তুলে ধরা হয়েছে।
প্লিডিংসের সংজ্ঞাঃ
সাধারণ কথায় প্লিডিংস হল আরজি অথবা লিখিত বর্ণনা।এ সংজ্ঞাটি প্রদান করা হয়েছে দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ নং বিধিতে।বাদীর প্লিডিং বলতে বাদী কৃত মামলায় দাখিল করা আরজিকে বোঝায় এবং বিবাদীর প্লিডিং বলতে বিবাদী কৃত দাখিল করা বর্ণনা ও আরজিকে বোঝায়।