Ads Area

Snow
Maruf Hossen Jewel

প্লিডিংস কি। প্লিডিংসের উদ্দেশ্য আলোচনা করো

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

 প্লিডিংস

দেওয়ানী কার্যবিধি আইনের ৬ আদেশে প্লিডিংস সম্পর্কে সাধারণ নিয়মগুলি লিপিবদ্ধ হয়েছে ।

বিধি ১ এ প্লিডিংসের সংজ্ঞা ,

বিধি ২ তে প্লিডিংসের মৌলিক নিয়ম কানুন এবং

বিধি ৩ থেকে ১৩ তে বিশেষ ক্ষেত্রে প্লিডিংসে অতিরিক্ত সংযোজনের বিষয় তুলে ধরা হয়েছে।



প্লিডিংসের সংজ্ঞাঃ

সাধারণ কথায় প্লিডিংস হল আরজি অথবা লিখিত বর্ণনা।

এ সংজ্ঞাটি প্রদান করা হয়েছে দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ নং বিধিতে।

বাদীর প্লিডিং বলতে বাদী কৃত মামলায় দাখিল করা আরজিকে বোঝায় এবং বিবাদীর প্লিডিং বলতে বিবাদী কৃত দাখিল করা বর্ণনা ও আরজিকে বোঝায়।


প্লিডিংসের উদ্দেশ্যঃ

১)পক্ষগণকে নির্দিষ্ট বিচার্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ,

২)অপর পক্ষকে হঠাৎ নতুন ঘটনার আলকে চমকে দেয়া থেকে বিরত রাখা

৩)ব্যয় হ্রাস

৪)বিলম্ব হ্রাস

৫)উপযোগী সাক্ষ্য উপস্থাপনে সহায়তা করা ।

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area

Snow
Maruf Hossen Jewel