পুলিশ যদি বিনা কারনে আপনার গায়ে হাত তোলে-
এসপি বরাবর লিখিত অভিযোগ দিন। সাথে যদি প্রমান স্বরুপ কোনো ভিডিও, অডিও, ছবি অথবা সাক্ষী থাকলে উল্লেখ করবেন। ভুল করেও থানায় অভিযোগ করবেন না। তাহলে আপনাকে এটা সেটা বুঝিয়ে সমাধান করে দিবে।
আইজিপি কমপ্লেইন সেল ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।
১. পুলিশের কারনে হোক বা অকারনে হোক গায়ে হাত তোলার কোন আইনগত অধিকার নেই।
২. যদি তুলেই ফেলে আর আপনি যদি সত্যিই প্রতিকার চান তবে বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারেন। সেখানে বিচারের জন্য আপনি জুডিশিয়াল এনকোয়ারী চাইতে পারেন। এনকোয়ারীতে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হ’লে, অপরাধী ট্রায়াল ফেস করবেন। সাক্ষ্য-প্রমানে বিজ্ঞ আদালতে দোষী প্রমাণিত হ’লে দন্ড হবে। এরপর পর্যায়ক্রমিক আপিল হয়ে সাজা বহাল থাকতে পারে নাও থাকতে পারে। সাজা বহাল থাকলে অপরাধী চাকরী হারাবেন। মামলা চলাকালিন তিনি সাময়িক বরখাস্ত হবেন! মামলায় বেকসুর খালাশ হ’লে তিনি আবার চাকুরীতে বহাল হবেন।
পুলিশ যদি বিনা কারনে গায়ে হাত তোলে, সেক্ষেত্রে নাগরিকের করণীয় কী? আইন কী বলে? |
৩. উপদেশ: বিজ্ঞ আদালতের বারান্দায় যেভাবে আপনাকে পিছনে লেগে থাকতে হবে তাতে প্রতিটি মানুষকে ঘুমাতে যাওয়ার আগে নিজগুনে ক্ষমা করে ঘুমাতে যান, স্প্রিচুয়ালি রিওয়ার্ডেট হবেন।
৪. অনেক সাধারন মানুষই পুলিশের সাথেও অন্যায় করে, অনেক পুলিশই ক্ষমতা না দেখিয়ে তাকে নিজে থেকেই ক্ষমা করে দেয়।
৫. ৪ নং ঘটনার অনেক উদাহরণ আমার নিজের অভিজ্ঞতায় আছে।