## সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের একজন অ্যাটর্নি জেনারেল থাকবে।যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হবেন।




√√ রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন।
√√বাংলাদেশের যেকোন আদালতে তিনি বক্তব্য পেশ করতে পারেন।
√√বিতর্ক সৃষ্টিকারী আইনের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে মতামত বা ব্যাখ্যা প্রদান করেন।
√√ রাষ্ট্রের প্রধান আইন উপদেষ্টা হিসাবে কাজ করেন।

রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।