১.প্রশ্নঃ সাক্ষ্য আইন কোন সালের আইন?
উত্তর ঃ ১৮৭২ সালের।
২.প্রশ্নঃ সাক্ষ্য আইনে কয়টি ধারা আছে?
উত্তর : ১৬৭টি।
৩.প্রশ্নঃ স্বীকৃতির সংজ্ঞা কোন ধারায় প্রদান করা হইয়াছে?
উত্তর : ১৭ ধারায় ।
৪.প্রশ্নঃ পুলিশ কর্মকর্তার নিকট দোষ স্বীকার সাক্ষ্য আইনের গ্রহণযােগ্য।
নহে ইহা কোন ধারায় বলা হইয়াছে?
উত্তর : ২৫ ধারায়।
৫. প্রশ্নঃ যদি কোন আসামী পুলিশের হেফাজতে অবস্থানকালে ম্যাজিস্ট্রেটের সম্মুখে বা উপস্থিতিতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকার করে তবে ঐ স্বীকারােক্তি আসামীর বিরুদ্ধে প্রমাণ যােগ্য হবে - তাহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?
উত্তর : ২৬ ধারায়।
৬. প্রশ্নঃ ডাইং ডিক্লারেশন কি ধরনের ঘােষণা?
উত্তর : মৃত্যুকালে মৃত্যুর কারণ সম্বলিত বিবৃতি
৭. প্রশ্নঃ ডাইং ডিক্লারেশনের সংজ্ঞা কোন ধারায় আছে?
উত্তর : ৩২ (১) ধারা।
৮. প্রশ্নঃপ্রমাণের দায়িত্ব কার?
উত্তর: স্বপক্ষে রায় প্রার্থনাকারীর পক্ষের।
৯. প্রশ্নঃ Leading question কি?
উত্তর : প্রত্যাশিত উত্তরের জন্য জেরার সময় প্রতিপক্ষের সাক্ষীকে এমন। ধরনের প্রশ্ন করা হয়, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহীত থাকে। তাহাই
ইঙ্গিতবাহী প্রশ্ন।
১০. প্রশ্নঃ ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়?
উত্তর ঃ জেরার সময়।
১১. প্রশ্নঃ সাক্ষ্য আইনের কোন ধারা মতে জবানবন্দি গ্রহণ কালে লিডিং প্রশ্ন করা যায় না?
উত্তর : ১৪২ ধারা।
১২. প্রশ্নঃভয়ভীতি প্রলােভন দিয়া স্বীকারােক্তি আদায় করিলে উহা---
উত্তর ঃ অপ্রাসঙ্গিক।
১৩. প্রশ্নঃভয়ভীতি প্রলােভন মুক্ত স্বীকারোক্তি--
উত্তর : প্রাসঙ্গিক।
১৪. প্রশ্নঃ স্বীকারােক্তি, স্বীকারােক্তিদানকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না, এটা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
উত্তর ঃ ২১ ধারায়।।
১৫.প্রশ্নঃ দোষ স্বীকার (Confession) কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযােজ্য?
উত্তর : ফৌজদারী ।
১৬। প্রশ্নঃ কোন ব্যক্তি স্বীকারােক্তি দিতে পারে না?
উত্তর: মামলার যে কোন পক্ষের উত্তরাধিকারী।
১৭। প্রশ্ন : কোন ধরনের দোষ স্বীকারােক্তি Extra Judicial স্বীকারােক্তি
হিসাবে পরিচিত?
উত্তর ঃ বিচারক ভিন্ন অন্য কাহারও নিকট স্বীকারােক্তি।
১৮। প্রশ্ন ও স্বীকৃতি (Admission) কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযােজ্য?
উত্তর ঃ দেওয়ানী।। ফৌজদারী
১৯। প্রশ্ন : কোন ধরনের দোষ স্বীকার (Confession) অগ্রহণযােগ্য?
উত্তর : পুলিশের নিকট দোষ স্বীকার ।।
২০। প্রশ্নঃ স্বীকৃতি (Admission) নিম্নের কোন ক্ষেত্রে কাজ করতে পারে?
উত্তর ঃ Estoppel এর ক্ষেত্রে।
২১। প্রশ্নঃ একটি বিচারিক কার্যক্রমে অথবা আইন দ্বারা ক্ষমতাসম্পন্ন ব্যক্তির
সম্মুখে কোন সাক্ষীর প্রদত্ত সাক্ষী পরবর্তী বিচারিক কার্যক্রমে উহার সত্যতা প্রমাণের জন্য প্রাসঙ্গিক হয় এটি সাক্ষ্য আইনের কোন ধারাম। বলা হয়েছে?
উত্তর ঃ ৩৩ ধারায়।
২২। প্রশ্ন ঃ ‘মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে'- ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হইয়াছে?
উত্তর ঃ ৬০ ধারায়।
২৩। প্রশ্নঃ ‘দালিলিক সাক্ষ্যের বিষয় বস্ত প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্য বা প্রথা গৌণ সাক্ষ্যের মাধ্যমে’-এটা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হইয়াছে।
উত্তর ঃ ৬১ ধারায় করা যায়।
২৪। প্রশ্নঃ কোনটি উত্তম সাক্ষ্য?
উত্তর ঃ প্রাথমিক সাক্ষ্য। .
২৫।প্রশ্নঃ প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া আছে সাক্ষ্য আইনের কোন ধারায়?
উত্তর ঃ ৬২ ধারায়।
২৬।প্রশ্ন : কোন ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযােগ্য নয়?
উত্তর ঃ জনশ্রুতিমূলক সাক্ষ্য।
২৭। প্রশ্ন ও সাক্ষ্য আইনের কোন ধারায় পাবলিক ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া
আছে?
উত্তর : ৭৪ ধারায়।
২৮। প্রশ্ন ও সাক্ষ্য আইনের কোন ধারায় প্রাইভেট ডকুমেন্টের কথা বলা হয়েছে?
উত্তর ঃ ৭৫ ধারায়।
২৯। প্রশ্ন : প্রাইভেট Document বা ব্যক্তিগত দলিল বলা হয়?
উত্তর ঃ পাবলিক ডকুমেন্ট ছাড়া সকল ব্যক্তিগত দলিলকে।
৩০। প্রশ্ন ঃ ৩০ বছর বা ততােধিক পুরােনাে দলিল যদি সঠিক হেফাজত হতে সাক্ষ্য হিসাবে, আদালতে পেশ করা হয় তবে
উত্তর : আদালত এর সত্যতা ধরে নিতে পারে [ধারা ৯০ (may presume)]
৩১। প্রশ্ন : কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব ঐ পক্ষের যে কামনা করে যে আদালত ঐ ঘটনার অস্তিত্বের বিশ্বাস করবে’-এটা সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
উত্তর ঃ ১০৩ ধারায়।
৩২। প্রশ্ন : যে কোন বিষয় বিশেষভাবে কোন ব্যক্তির অবগতির মধ্যে থাকে,তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যাস্ত’ এটা সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে?
উত্তর ঃ ১০৬ ধারায়।
৩৩। প্রশ্ন ঃ “যে ক্ষেত্রে কোন আসামীর মামলা দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সে ক্ষেত্রে তাহা প্রমাণের দায়িত্ব ঐ আসামীর উপর বর্তায়’- এটি সাক্ষ্য আইনে কোন ধারায় উল্লেখ আছে?
উত্তর ঃ ১০৫ ধারা।
৩৪।প্রশ্নঃ যে কোন ব্যক্তি কোন তথ্যের অস্তিত্বের দাবী করে সেই তথ্যের উপর নির্ভরশীল কোন আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে সেই ব্যক্তিই তথ্যের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন-এটা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?
উত্তর ঃ ১০১ ধারায় ।
৩৫। প্রশ্ন ও ‘মামলার বা কার্যক্রমে উভয় পক্ষ্যই সাক্ষ্য দিলে যে পক্ষ মামলা বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সেই পক্ষের উপর ন্যাস্ত'-এটা কোন ধারায় বলা ভাল
উত্তর ঃ ১০২ ধারায়।
৩৬। প্রশ্ন ও সাক্ষ্য আইনের কোন কোন ধারায় Burden of proof নিয়ে আলােচনা করা হইয়াছে?
উত্তর ঃ ১০১-১১৪ ধারায়।
৩৭। প্রশ্ন : ১৯৭২ সালের সাক্ষ্য আইনের কোন ধারায় Principle of Estoppel বা প্রতিবন্ধ মতবাদের সংজ্ঞা ও ব্যাখ্যা প্রদান করা হইয়াছে?
উত্তর ঃ ১১৫ ধারায়।
৩৮। প্রশ্ন ঃ Examination in chief বা জবানবন্দি এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
উত্তর : ১৩৭ ধারায়।
৩৯। প্রশ্ন : বাদীকে বিপক্ষ জেরা করার পর, বাদী পক্ষের আইনজীবী যদি পুনরায় বাদীর জবানবন্দী নেয় তবে একে কি বলে?
উত্তর ঃ পুনঃ পরীক্ষা/পুনঃ জবানবন্দী।
৪০। প্রশ্ন : Cross Examination বা জেরার সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় দেওয়া আছে?
উত্তর ঃ ১৩৭ ধারায় ।
৪১। প্রশ্ন ঃ Re-Examination বা পুনঃ জবানবন্দি বা পুনঃ পরীক্ষা এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
উত্তর ঃ ১৩৭ ধারায় ।
৪২। প্রশ্নঃ জবানবন্দি ও পুনঃ জবানবন্দির সময় আদালতের অনুমতি ছাড়া ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না -এটা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
উত্তরঃ ১৪২ ধারায়।
৪৩। প্রশ্ন ঃ জেরা করার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে এটা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
উওরঃ ১৪৩ ধারায়।
৪৪। প্রশ্নঃ সাক্ষ্য আইনের কোন ধারায় আছে, সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে জেরা করা যাবে?
উত্তর ঃ ১৪৫ ধারায়।
৪৫।প্রশ্নঃ যদি কোন অভিযুক্ত ব্যক্তি এরূপ দাবী উত্থাপন করে যে সংঘটনের সময় সে ঘটনাস্থল হতে এত দূরে অবস্থান করছিল যে, তার পক্ষে এ অপরাধে অংশগ্রহণ সম্ভব নয় এ রূপ আর্জিকে কি বলে?
উত্তরঃ Plea of Alibi
৪৬। প্রশ্ন ও সাক্ষ্য আইনের কোন ধারা দুটিতে চূড়ান্ত প্রমাণ এর উদাহরণ দেওয়া হয়েছে?
উত্তর ঃ ৪১ এবং ১১২ ধারায় ।
৪৭। প্রশ্ন ঃ ১৮৭২ সালের সাক্ষ্য আইন, অনুযায়ী নিম্নের কোনটি মৃত্যুকালীন
ঘােষণার অত্যাবশ্যকীয় উপাদান?
উত্তরঃ বিবৃতিদানকারী ব্যক্তিকে মৃত্যুবরণ করিতে হইবে।
৪৮। প্রশ্ন : “রহিম’ কে হত্যা করার দায়ে অভিযুক্ত করিম’ দাবী করে যে, আকস্মিক উস্কানির জন্য আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে সে একাজ করেছে, তাহা প্রমাণের দায়িত্ব কার ওপর ন্যাস্ত?
উত্তর : করিম এর উপর।
৪৯। প্রশ্নঃ বৈধ বিবাহ বলবৎ থাকাকালে বা বিবাহ বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে জন্মগ্রহণ কোন ব্যক্তির জন্য তার বাবা-মার বৈধ সন্তানরূপে জন্মগ্রহণের চূড়ান্ত প্রমাণ- এটা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
উত্তর ঃ ১১২ ধারায় ।
৫০। প্রশ্ন ঃ বােবা ব্যক্তির সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য বলা হয়?
উত্তর ও মৌখিক সাক্ষ্য [ধারা ১১৯]
৫১। প্রশ্ন : ‘ঘটনার অনুমানের অন্য নাম কি?
উত্তর ঃ ধরে নিতে পারে ।
৫২। প্রশ্ন : ‘সাক্ষ্য’ এর সংজ্ঞা দেওয়া আছে সাক্ষ্য আইনের কোন ধারায়?
উত্তর ঃ ৩ ধারায় ।
৫৩। প্রশ্ন ঃ Power of attorney এর দলিলের যথার্থতা কোন ধরনের অনুমান ?
উত্তর : খন্ডনযােগ্য অনুমান।
৫৪। প্রশ্নঃ একটি দলিলের সত্যায়িত কপিকে কি ধরনের অনুমান বলা হয়?
উত্তর ঃ খন্ডযােগ্য অনুমান।