Ads Area

Snow
Maruf Hossen Jewel

Decree

প্রত্যাখ্যানের আদেশ হচ্ছে ডিক্রী

আরজি খারিজ/প্রত্যাখ্যানের/নাকচের সিদ্ধান্ত ডিক্রী

মোকদ্দদমা খারিজের সিদ্ধান্ত ডিক্রী

রিসিভার নিয়োগের সিদ্ধান্ত আদেশ

রিসিভার নিয়োগের আদেশ ডিক্রির পূর্বে বা পরে

স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ডিক্রী

আদেশমূলক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ডিক্রী

অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আদেশ

অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আদেশ

অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয় অস্থাবর সম্পত্তি ও পচনশীল বিষয়বস্তুর ক্ষেত্রে

স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আরজির মাধ্যমে

অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দরখাস্তের মাধ্যমে হলফনাসহকারে

অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন দরখাস্তের মাধ্যমে হলফনাসহকারে

অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর আদালতের ইচ্ছাধীন ক্ষমতা

অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর আদালতের ইচ্ছাধীন ক্ষমতা

অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে - ভায়োলেশন মিসকেস

অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে ক্রোকাদেশ ১ বছর

সমনের সঙ্গে কি থাকতে হবে আরজির নকল

শুনানীর দিন বাদী বিবাদী অনুপস্থিত থাকলে মামলা খারিজ

শুনানীর দিন বাদী অনুপস্থিত এবং বিবাদী উপস্থিত থাকলে - বিবাদী মেনে না নিলে মোকদ্দমা খারিজের আদেশ এবং বিবাদী মেনে নিলে স্বীকৃত অংশের জন্য বিবাদীর বিরুদ্ধে ডিক্রী

বাদী অনুপস্থিত থাকলে মামলা খারিজ

বাদী কর্তৃক খরচ প্রদানে ব্যর্থতায় সমন জারি না হলে মোকদ্দমা খারিজের আদেশ

বাদী সমন জারির জন্য ডাক মাশুল না দিলে মোকদ্দমা খারিজের আদেশ

পুনর্বহালের আবেদন না মঞ্জুর হলে বিবিধ আপীল

ছানি মোকদ্দদমার সিদ্ধান্ত আদেশ

ছানি মোকদ্দদমার খারিজ হলে বিবিধ আপীল

অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন না মঞ্জুর হলে বিবিধ আপীল

অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর/না মঞ্জুর হলে বিবিধ আপীল

অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার বিবিধ আপীল

সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে বিবিধ আপীল

Examination of Parties কি?= পক্ষগণের জবানবন্দি গ্রহন

পক্ষগণের জবানবন্দি কত আদেশে?= ১০ আদেশে

সাক্ষীর জবানবন্দি মৌখিকভাবে

রিসিভার উৎপত্তি সর্বপ্রথম ইংল্যান্ডে

অস্থায়ী নিষেধাজ্ঞা এক তরফা হলে কত দিনের মধ্যে নিষ্পত্তি - অপর পক্ষের উপস্থিতর ৭ দিনের মধ্যে

এক তরফাভাবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হবে না - সরকারের বিরুদ্ধে

কমিশনারের উদ্দেশ্য সাক্ষ্য গ্রহণ

পূনরায় মোকদ্দমা করার বাধা ১২ ধারায়

কোন আদালতের আদি এখতিয়ার নাই - জেলা জজ আদালত।

কোন আদালত মূল মোকদ্দমা গ্রহণ করতে পারে না- জেলা জজ আদালত

আদি এখতিয়ার আছে - সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ আদালতের।

আর্থিক এখতিয়ার নির্ধারিত হয়- দেওয়ানি আদালত আইন ১৮৮৭ এর ১৯ ধারা মোতাবেক।

আর্থিক এখতিয়ার - দুই ভাগে বিভক্ত= আদি/মৌলিক/মূল এখতিয়ার

Pendente lite nihil innovator এর অর্থ কি?= "মোকদ্দমা রুজু অবস্থায় নতুন মোকদ্দমা সৃষ্টি করা উচিত নয়"

Lispendens নীতিটি কোথায় আছে ?= সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ এর ৫২ ধারায়

Lispendens বা অমীমাংসিত মোকদ্দমা কি? =মামলা চলাকালে নালিশী সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর করা যাবে না এটাই Lispendens নীতি

পক্ষে ডিক্রী হলে= ডিক্রী জারীর আবেদন

বিপক্ষে ডিক্রী হলে=আপীল

কায়মোকাম কি=বাদী বা বিবাদীর উত্তরাধিকারীকে মোকদ্দমায় পক্ষভুক্ত করাকে কায়মোকাম বলে

মামলার শুনানি শেষ হবার ৭ দিনের মধ্যে রায় ঘোষনা করবেন

রায় ঘোষনা ৭ দিনের মধ্যে ডিক্রি প্রদান করবেন

রায়ের পূর্বে আটক আদেশ দিলে - আপীল

রায়ের পূর্বে ক্রোক আদেশ দিলে - আপীল

সেট অফ কি?= সেট অফ অর্থ হল কোন দাবীর বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবী ।

সত্যপাঠ বিষয়ে আলোচনা করা হয়েছে- আদেশ ৬ নিয়ম ১৫

কোন মামলায় ডিক্রি জারীর প্রয়োজন নাই = ঘোষনামূলক ও স্বত্ব ঘোষনামূলক মামলায়

Prima facie case অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে

মামলা স্থানান্তরের আবেদন যে কোন পক্ষ করতে পারে

হাইকোর্ট বা জেলা জজ মামলা স্থানান্তরের নির্দেশ দিতে পারেন - মামলার যে কোন পর্যায়ে

হাইকোর্ট বা জেলা জজ মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে পারেন - মামলার যে কোন পর্যায়ে

২৪ ধারা অনুযায়ী স্থানান্তর বা প্রত্যাহার করা যায় - মূল মামলা / আপীল / আদালতের কোন কার্যক্রম

২২ ধারা অনুযায়ী স্থানান্তর বা প্রত্যাহার করতে পারেন - বিবাদী

মামলা স্থানান্তরের আদেশের বিরুধ্যে প্রতিকার - রিভিশন (HC)

বাদী বা বিবাদী উভয় মামলা স্থানান্তরের আবেদন করতে পারে

ন্যায় বিচার না পাওয়ার সম্ভাবনা থাকলে - মামলা স্থানান্তরের আবেদন

যুগ্ন জেলা জজ হতে আপীল প্রত্যাহার করতে পারেন - জেলা জজ

রায় ও ডিক্রীর নকল প্রাপ্তির জন্য পক্ষগনের করনীয়- আবেদন +খরচ প্রদান

রায়ে স্বাক্ষর করা হলে রায় সংশোধন - করণিক ভুল +রিভিউ পর

অস্থাবর সম্পত্তি অর্পনের ডিক্রিতে উল্লেখ থাকবে টাকার পরিমান

ডিক্রি প্রাপ্ত হওয়ার পরবর্তী কাজ - ডিক্রী জারির আবেদন

ডিক্রী জারির আবেদনে উল্লেখ থাকবে - মামলার নম্বর +আদালতের নাম +পক্ষগণের নাম +ডিক্রির তারিখ ইত্যাদি

ডিক্রী জারির আবেদনে উল্লেখ করার দরকার নাই - ডিক্রীর কারন

স্বত্ব ঘোষণার মামলায় ডিক্রী জারির প্রয়োজন নাই

ডিক্রীদার দায়িকের বিরুধ্যে জারী মামলা করতে পারে না - স্বত্ব ঘোষণার মামলায়

Liakat Khan

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel