বন্ধক আমাদের নিত্যদিনের অতি পরিচিত একটি শব্দ। যদিও রেহান শব্দটির সাথে আমরা অতটা পরিচিত নই। প্রকৃতপক্ষে বন্ধক শব্দের প্রতিশব্দ হল রেহান। বন্ধক বা রেহান কি?
ঋণ হিসেবে অগ্রিম প্রদত্ত অর্থ অথবা কোন বর্তমান বা ভবিষ্যৎ দেনা পরিশোধ বা আর্থিক দায় সৃষ্টি করতে পারে, এরূপ কাজ সম্পাদনের নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট স্থাবর সম্পত্তির স্বত্ব(Title) হস্তান্তরকে রেহান বলে এবং যে দলিল দ্বারা হস্তান্তর করা বা অর্পণ করা হয় না তবে রেহানের টাকা পরিশোধের জন্য ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করে এবং ব্যক্ত বা অব্যক্তভাবে এ মর্মে সম্মত হয় যে, চুক্তি মোতাবেক টাকা পরিশোধ না করলে গ্রহিতা রেহানী সম্পত্তি বিক্রয় করানোর এবং বিক্রয়লব্ধ টাকার যত পরিমান প্রয়োজন হয়, তত পরিমান ঋণ পরিশোধের অধিকার থাকবে।
মূলত ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন বন্ধক বা রেহান নিয়ে আলাচনা করে।
Maruf Hossen Jewel
marufhossenjewel@gmail.com