Ads Area

Snow
Maruf Hossen Jewel

Misc Case বলতে কী বুঝেন? Misc Case কত প্রকার ও কী কী? প্রত্যেকটির একটি করে উদাহরণ দিন। Misc Case এর তালিকা কোথায় দেয়া আছে? সেখানে মোট কতটি Misc Case এর কথা বলা আছে?

# উত্তর : যে সকল মামলা দরখাস্ত
দাখিলের মাধ্যমে দায়ের করা হয়,
সেগুলোকে Misc Case বলে।
# Misc Case ২ প্রকার:
i. Independent Misc Case.
# উদাহরণ: SAT Act এর ৯৬ ধারার অধীনে
অগ্রক্রয়ের মামলা। NAT Act এর ২৪
ধারার অধীনে অগ্রক্রয়ের মামলা।
ii. Dependant Misc Case.
# উদাহরণ: অনুপস্থিতির কারণে মামলা
এক তরফা খারিজ বা একতরফা ডিক্রি
হলে দেওয়ানি কার্যবিধির আদেশ-৯ এর
বিধি ৯ ও বিধি ১৩ এর অধীনে উক্ত
খারিজ আদেশ বা একতরফা ডিক্রি set
aside করার জন্য যে আবেদন করা হয় তা
dependant Misc Case এর উদাহরণ।
Dependant বলার কারণ এ ধরনের Misc Case
অন্য কোন মূল মামলা থেকে উদ্ভূত হয়।
একে off suit ও বলা হয়।
# Misc_case এর তালিকা CRO (Civil Rules
and Order) Volume-I এর বিধি ৭৭৪ এ দেয়া
আছে। সেখানে মোট ৪৮ টি Misc Case এর
কথা বলা আছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel