ইসলামিক আইনশাস্ত্র (ফিকহ) |
---|
রাজনৈতিক ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইসলামী নেতৃত্ব খিলাফত · ইমামত উইলায়াতুল ফকিহ বাইআত · যিম্মি |
বৈবাহিক কাবিননামা · মহর ইসলামে বিবাহ ইসলামে পরিবার মিস্যার · হিল্লা বিয়ে · উরফি নিকাহ মুতা'হ বহুবিবাহ · তালাক · ইদ্দত মা মালাকাত আইমানুকুম দত্তক |
যৌন সম্পর্কিত |
অপরাধী হুদুদ ব্লাসফেমি(ধর্মীয় অবমাননার শাস্তি) মাইসির (জুয়া) জিনা (বিবাহবহির্ভূত যৌনতা) হিরাবাহ (অনৈতিক যুদ্ধবিগ্রহ) ফাসাদ (অনিষ্ট) রজম (পাথরনিক্ষেপ) তাজির (সরকারি বিবেচনা) ক্বিসাস (প্রতিশোধ) দিইয়া (ক্ষতিপূরণ) |
শিষ্টাচার |
স্বাস্থ্যবিধি যৌন · পয়োঃকর্ম তাহারাত(পবিত্রতা) · ইহরাম অযু · মাসেহ গোসল · তায়াম্মুম মেসওয়াক · নাজিস খাদ্য ধাবিহাহ মদ · শূকরের মাংস তাশরুতের সঙ্গে তুলনা |
সামরিক প্রতিরোধী জিহাদ আক্রমণাত্নক জিহাদ হুদনা ইসতিয্বারাহ (আসিলুম) মা মালাকাত আইমানুকুম যুদ্ধবন্দী |
ইসলামিক গবেষণা |
“ | "তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে এই বিধান দিচ্ছেন: পুরুষের অংশ দুই নারীর সমান হবে। যদি দুই জনের বেশি নারী হয়, তাহলে সম্পদের দুই তৃতীয়াংশ দেয়া হবে। আর একজন নারী হলে মোট সম্পদের অর্ধেক পাবে। মৃত ব্যক্তির সন্তান থাকলে, তাঁর পিতা-মাতা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ করে পাবে। আর সে যদি নিঃসন্তান হয়, পিতা-মাতাই হয় উত্তরাধিকারী, তাহলে মাকে দেয়া হবে তিন ভাগের একভাগ। মৃতের ভাই বোন থাকলে মা সেই ছয় ভাগের এক ভাগ পাবে। এসব বণ্টন মৃতের কোনো অসীয়ত থাকলে, তা এবং ঋণ থাকলে তা আদায় করার পরে। তোমাদের পিতা-মাতা এবং তোমাদের সন্তান-সন্ততী, তোমাদের জানা নাই এঁদের মধ্যে তোমাদের কল্যাণের দিক দিয়ে কারা ঘনিষ্টতর। এই বণ্টন ব্যবস্থা ফরজ করে দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তো সব কিছুর ব্যপারেই পূর্ণ অবহিত এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ, পরম কুশলী। আর তোমাদের স্ত্রীরা যা কিছু রেখে গেছে, তার অর্ধেক তোমরা পাবে যদি তাঁরা নিঃসন্তান হয়। সন্তান থাকলে তোমরা পাবে ত্যক্ত সম্পত্তির চার ভাগের একভাগ। তাঁদের করে যাওয়া অসীয়ত এবং দেনা থাকলে, তা সব আদায়ের পর। আর তোমাদের রেখে যাওয়া সম্পদের তাঁরা পাবে চারভাগের একভাগ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। সন্তান থাকলে তাঁরা পাবে আট ভাগের একভাগ। তাও কার্যকর হবে তোমাদের কোনো অসীয়ত এবং দেনা থাকলে তা আদায়ের পর। আর যদি এমন কোনো পুরুষ অথবা স্ত্রীলোক, যাঁর না আছে কোনো সন্তান, আর না আছে পিতা-মাতা। আছে এক ভাই অথবা এক বোন তাহলে তাঁদের প্রত্যেকে পাবে ছয় ভাগের এক ভাগ। আর ভাই বোন যদি দুই এর বেশি হয়, তাহলে তাঁরা সবাই মিলে মোট সম্পদের তিন ভাগের একভাগ পাবে। তাও কোনো অসীয়ত এবং ঋণ থাকলে তা আদায়ের পর। কোনোভাবেই কারো কোনো ক্ষতি করা বা হতে দেয়া যাবে না। (এসব কিছু) আল্লাহর দেয়া উপদেশ মালা। আর আল্লাহ সব কিছুর ব্যাপারেই পূর্ণ অবহিত এবং পরম ধৈর্য্যশীল।"৪:১১-১২ | ” |
এবং
“ | "তাঁরা আপনার কাছে ফতোয়া জানতে চায়। বলুন, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, নিঃসন্তান ও পিতৃ-মাতৃহীন মৃত ব্যক্তির সম্পদ বণ্টন সম্পর্কে। যদি এমন ব্যক্তি মারা যায়, যাঁর কোনো সন্তান নেই, আছে এক বোন। তাহলে সে পাবে সম্পদের অর্ধেক আর যদি বোন মারা যায় তাহলে ভাই পুরো সম্পদের উত্তরাধিকারী হবে। মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয়, তাহলে ত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তাঁরা পাবে। আর যদি কয়েকজন ভাই-বোন হয়, তাহলে পুরুষেরা পাবে দুই ভাগ, আর নারীরা পাবে এক ভাগ। আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন তোমাদের জন্য যেন তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে না যাও। প্রত্যেকটি জিনিস সম্পর্কেই আল্লাহ পূর্ণ অবহিত।"৪:১৭৬ | ” |
আয়াতত্রয়ীর বর্ণনা মতে, ত্যক্ত সম্পত্তির বণ্টনের বেলায় কোনো কোনো ক্ষেত্রে নারী-পুরুষ দুজনেই সমান। কিছু কিছু ক্ষেত্রে নারী এগিয়ে। তবে, বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষ এগিয়ে।
এই নিবন্ধ উইকিপিডিয়া নিবন্ধটি থেকে উপাদান ব্যবহার করে ইসলামী উত্তরাধিকার আইনশাস্ত্র, যা Creative Commons Attribution-Share-Alike License 3.0 এর অধীনে প্রকাশিত হয়।