সমস্যা: ভালোবেসে অনেকেই কোর্ট ম্যারেজ করে। আসলে কোর্ট ম্যারেজের আইনি ভিত্তি কী?
Saturday, October 05, 2019
0
পরামর্শ: আইনে কোর্ট ম্যারেজ বলে কিছু নেই। নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে এফিডেবিট বা হলফনামা সম্পন্ন করা হয়। এটাকেই প্রচলিত ভাষায় কোর্ট ম্যারেজ বলে। কিন্তু এটা বিয়ে নয়, বিয়ের ঘোষণা মাত্র। বিয়েতে অবশ্যই নিকাহনামা সম্পন্ন করতে হয় এবং রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।