❗ এলএলবিতে কী কী সাবজেক্ট পড়েছে তা বলতে না পারায় ভাইভা বোর্ড আর কোনো প্রশ্নই করেনি।
❗ নিজের কেইস ডায়েরী সম্পর্কে জ্ঞান না থাকা। যেমন- আপনার ডায়েরী থেকে কোনো একটি মামলা সম্পর্কে জানতে চাইলো, জানতে চাইলো ঐ মামলাটির বিচারক কে ছিলেন বা পিপি কে ছিলেন কিন্তু পারলেন না। তখন বোর্ড বুঝে নিবে যে আপনার ডায়রীটাই ফেইক।
❗ বার কাউন্সিল পরীক্ষায় কোন কোন আইন পড়ছেন এমন প্রশ্নে সাল সহ সম্পূর্ণ আইনের নাম না বলে সংক্ষেপে CrPC, CPC, SR Act এভাবে বলা।
❗ কলম নিয়ে ভাইভা বোর্ডে না যাওয়া।
❗ হাত টেবিলের উপর রাখায় বা হাতাবিশিষ্ট চেয়ারে হাত রেখে কথা বলায়।
❗ ইংরেজী বানান লিখতে না পারায়। যেমন অনেকেই Supreme, Advocate, Judge, Procedure, Prosecution, Honourse বানান লিখতে পারে নি।
❗ অনেকে সব প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিয়েছে কিন্ত তবু ফেল করেছে। কারন হিসেবে শুধু এটাই বলা যায় যে তাকদীর খারাপ ছিল।