মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পগাথা গড়ে ওঠে , তাই হল লােককথা । অন্যভাবে বলা যায় , লােককথা হল এক ধরনের কাল্পনিক গল্পগাথা যা শ্রোতাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রাকৃতিক আইন কার্যকরী হয় না ।
Ads Area
Maruf Hossen Jewel
পৃথিবীর সব কিছুই কোন না কোন নিয়ম বা আইনের অধীনে পরিচালিত হয়,মানুষের জীবনও এ সকল আইনের বাইরে নয়। এ আইন ভঙ্গ করে যখন অপরাধ সংগঠিত হয় তখনি সৃষ্টি হয় বিশৃংখলা ও অশান্তি। আইন একটি বির্মূত বিষয়। যাকে র্স্পশ কিংবা দেখা যায় না তবে অনুভব করা যায়। বিশ্বাস করা যায়। শ্রদ্ধা করা যায়।
HELLO MR/MRS, WE HERE FOR YOU!