The Code of Criminal Procedure 1898 ফৌজদারী কার্যবিধি ১৮৯৮
Definitions সংজ্ঞা
১০. যে সকল কার্য বা কার্য-বিরত বর্তমানে কার্যকর কোনো আইনে শাস্তিযোগ্য তাকে কি বলে?
(ক) অভিযোগ (খ) অপরাধ (গ) নালিশ (ঘ) তদন্ত
উত্তরঃ (খ) অপরাধ [ধারা ৪(১)(ণ)]
১১. অপরাধ কত প্রকার?
(ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার
উত্তরঃ (ক) ২ প্রকার
যথাঃ (I) আমলযোগ্য অপরাধ (Cognizable Offence)
(II) আমল অযোগ্য অপরাধ (Non-Cognizable Offence)
১২. আমলযোগ্য অপরাধ কি?
(ক) যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে
(খ) যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না
(গ) উভয়
(ঘ) একটিও নয়
উত্তরঃ (ক) যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে
(ফৌ: কার্য: ২য় তফসীলে ৩য় কলামে বর্ণিত অপরাধসমূহ)
১৩. আমল অযোগ্য অপরাধ কি?
(ক) যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় বা ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারে না
(খ) যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে
(গ) উভয়
(ঘ) একটিও নয়
উত্তরঃ (ক) যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় বা ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া অপরাধীকে গ্রেফতার করতে পারে না
(ফৌ: কার্য: ২য় তফসীলের ৩য় কলামে বর্ণিত অপরাধসমূহ)
১৪. ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না কোন অপরাধে?
(ক) আমলযোগ্য অপরাধে
(খ) আমল অযোগ্য অপরাধে
(গ) জামিনযোগ্য অপরাধে
(ঘ) জামিন অযোগ্য অপরাধে
উত্তরঃ (খ) আমল অযোগ্য অপরাধে
১৫. ম্যাজিষ্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার কার্যক্রম ব্যতীত সমস্ত কাজই কি কাজ?
(ক) বিচার (খ) অনুসন্ধান (গ) তদন্ত (ঘ) ডিক্রী
উত্তরঃ (খ) অনুসন্ধান
১৬. অনুসন্ধান এর উদ্দেশ্য কি?
(ক) মামলার সত্যতা যাচাই করা
(খ) সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের পূর্বে মামলার সত্যতা যাচাই করা
(গ) সাক্ষ্য প্ৰমাণ গ্রহণ করা
(ঘ) প্ৰমাণ করা
উত্তরঃ (গ) সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের পূর্বে মামলার সত্যতা যাচাই করা
১৭. তদন্ত (Investigation) কি?
উত্তরঃ সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার বা ম্যাজিষ্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি (ম্যাজিষ্ট্রেট নহে) কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমই তদন্ত।
১৮. তদন্ত (Investigation) কি প্রশাসনিক নাকি বিচারিক কার্যক্রম ?
উত্তরঃ তদন্ত সম্পূর্ণরূপে প্রশাসনিক কার্যক্রম।
১৯. তদন্ত এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করা।
২০. বিচারিক কার্যক্রম (Trial) কি ?
উত্তরঃ আদালতে বিচারের জন্য মামলা আসার পর বিচারক যে সকল কার্যক্রম গ্রহণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড বা খালাস দিয়ে থাকেন।
২১. আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করতে হয় কত ধারায় ?
উত্তরঃ সংবিধানের ৩৩(২) অনুচ্ছেদ এবং
ফৌজদারী কার্যবিধির ৬১ ধারায়।
২২. পুলিশ হেফাজত (Police Remand) কি ?
উত্তরঃ ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে দোষী ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়াকে পুলিশ হেফাজত (Police Remand) বলে।
২৩. কে রিমান্ড মঞ্জুর করতে পারে ?
উত্তরঃ ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ২য় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
(ফৌজদারী কার্যবিধির ১৬৭ ধারা ও পিআরবি ৩২৪ নং প্রবিধান)
২৪. নিবর্তনমূলক আটকাদেশ (Detention) কি ?
উত্তরঃ "বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪" এর ৩(২) ধারা বলে জেলা ম্যাজিষ্ট্রেট আটককৃত ব্যক্তিকে অনিষ্টকর কার্য করা থেকে বিরত রাখার জন্য কারাবন্দি রাখার যে নির্দেশ দেন তাকে নিবর্তনমূলক আটকাদেশ (Detention) বলে।
২৫. পেনাল কোডের অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা কোথায় আছে ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ২য় তফসীলে, ৮ম কলামে।
২৬. ফৌজদারী কার্যবিধি সর্বশেষ সংশোধনী কার্যকর হয় কখন থেকে ?
উত্তরঃ ১লা নভেম্বর ২০০৭ থেকে।
২৭. এডভোকেট (Advocate) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(ক) ধারায়।
২৮. জামিনযোগ্য অপরাধ (Bailable Offence) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(খ) ধারায়।
২৯. চার্জ (Charge) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(গ) ধারায়।
৩০. আমলযোগ্য অপরাধ (Cognizable Offence) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(চ) ধারায়।
৩১. নালিশ (Complaint) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(জ) ধারায়।
৩২. ইনকোয়ারী (Inquiry) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(ট) ধারায়।
৩৩. তদন্ত (Investigation) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(জ) ধারায়।
৩৪. বিচারিক কার্যক্রম (Judicial Proceedings) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(ড) ধারায়।
৩৫. আমল অযোগ্য অপরাধ (Non-Cognizable Offence) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(ঢ) ধারায়।
৩৬. অপরাধ (Offence) এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
উত্তরঃ ৪(১)(ণ ) ধারায়।