উত্তরঃ অস্থায়ী নিষেধাজ্ঞাঃ মোকদ্দমা চলাকালীন সময়ে বিবাদী যাহাতে মোকদ্দমার বিষয় বস্তু হস্তান্তর বা কোন প্রকার রূপান্তর ঘটাইতে না পারে অথবা অন্য প্রকারে মোকদ্দমার বিষয়বস্তুর কোন ক্ষতিসাধন করিতে না পারে সেই জন্য মোকদ্দমা নিস্পত্তি না হওয়া পর্যত বিবাদী উক্তরূপ কার্য হইতে বিরত থাকার জন্য সাময়িকভাবে যে আদেশ দেওয়া হয়, তাহাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলা হয়
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৫৩ ধারা মতে, অস্থায়ী নিষেধাজ্ঞা বলিতে এইরূপ নিষেধাজ্ঞাকে বুঝায়, যাহা একটি সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ বা কার্যকরী থাকে।
মোকদ্দমার যে কোন পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় এবং ইহা দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশ ১, ২, নং বিধি দ্বারা নিয়ন্ত্রিত।