Ads Area

Snow
Maruf Hossen Jewel

হেবা সম্পত্তি বলতে কী বুঝায়? হেবা/দান বৈধ হওয়ার শর্তবলী। হেবা/দানের উপাদানসমূহ: হেবা দলিল বাতিলযোগ্য কি? হেবা দলিলের মাধ্যমে প্রাপ্ত জমি কি বিক্রয়যোগ্য ?

 প্রশ্নঃহেবা সম্পত্তি বলতে কী বুঝায়?

উত্তরঃ-দানকে মুসলিম আইনে হেবা বলে।

সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২,এর ১২২ধারায় বলা হয়েছে,”কোন সম্পত্তি দাতা কর্তৃক কোন ব্যক্তিকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এর কোন পণ গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে হস্তান্তর করলে এবং গ্রহীতা বা তার পক্ষে কোন ব্যক্তি সেটি গ্রহণ করলে তাকে দান বা হেবা বলে”

২।প্রশ্নঃহেবা/দান বৈধ হওয়ার শর্তবলী।

  • (ক)দাতা কর্তৃক দানের (ইজাব) ঘোষণা প্রদান।
  • (খ)গ্রহীতা বা তার পক্ষ হতে দান গ্রহন (কবৃল) করা
  • (গ)দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল প্রদান। দান গ্রহণের পূবেই গ্রহীতা মারা গেলে দান বাতিল হয়ে যাবে।

৩।প্রশ্নঃহেবা/দানের উপাদানসমূহ:

  • (ক) দাতার জীবনকালের মধ্যে দান কার্য সম্পন্ন হতে হবে।
  • (খ)দান গ্রহণের পূবে দাতার মৃত্য হলে দান বাতিল বলে গণ্য হবে।
  • (গ)দানের সময় সম্পত্তিতে দাতার মালিকানা ও দখল থাকতে হবে।
  • (ঘ)দান স্বেচ্ছায় এবং পণবিহীন হতে হবে।
  • (ঙ)দাতাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন ও সাবালক হতে হবে।
  • (চ)দান গ্রহীতা মানসিক ভারসাম্যহীন বা নাবালক হলে তার পক্ষে অভিভাবক দান গ্রহন করতে পারবেন।

  • (ছ)মুসলিম আইন অনুযায়ী দাতা তার সমুদয় সম্পত্তি যে কাউকে দান করতে পারেন। তবে দায়ভাগ মতে একজন হিন্দু যাদের ভরণপোষণে আইনত বাধ্য তাদের জন্য উপযুক্ত বব্যস্থা রাখার পর বাকী সম্পত্তি দান করতে পারেন।
  • (জ)দখল হস্তান্তরের পুর্বে দান প্রত্যাহার করা যায়। দখল হস্তান্তরের পরে দান প্রত্যাহারের জন্য আদালতের ডিক্রী লাগবে।

৪।প্রশ্নঃহেবা দলিল বাতিলযোগ্য কি?

উত্তরঃ-দখল হস্তান্তরে পূর্বেই কেবল হেবা দলিল বাতিল করা যায়।(পেইজ)

নিম্নলিখিত ক্ষেত্রগুলো বিদ্যমান থাকিলে, হেবা দলিল বাতিল করা যায় না।

  • (ক)হেবাকৃত সম্পত্তির দাতা-গ্রহীতা স্বামী বা স্ত্রী হইলে।
  • (খ) গ্রহীতা মৃত্যূবরণ করিলে।

  • (গ) দাতা-গ্রহীতার মধ্যে বিবাহ অযোগ্য সম্পর্ক বিদ্যমান থাকিলে।
  • (ঘ) হেবাকৃত সম্পত্তি গ্রতীতা কর্তৃক বিক্রি বা হস্তান্তরিত হয়ে গেলে।
  • (ঙ) হেবাকৃত সম্পত্তি বিলীন বা ধ্বংস হয়ে গেলে।
  • (চ) হেবাকৃত সম্পত্তির মূল্য বেড়ে গেলে।
  • (ছ) হেবাকৃত সম্পত্তির প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলে।
  • (জ) হেবা’টি ‘হেবা বিল এওয়াজ’ (বিনিময়ে দান) হয়ে থাকিলে হেবা দলিল বাতিল করা যায় না।

উল্লেখিত ক্ষেত্র গুলো বিদ্যমান না থাকিলে আদালতের মাধ্যমেও হেবা দলিল বাতিল করা যায়।

৫।হেবা দলিলের মাধ্যমে প্রাপ্ত জমি কি বিক্রয়যোগ্য ?

উত্তরঃ হেবা কৃত জমি গ্রহীতা বিক্রি সহ যে কোন ভাবেই হস্তান্তর করতে পারবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel