আইল:
দুই খন্ড জমির মাঝের সীমানা।
এজমালি:
যৌথমালিকানা।
কিত্তা:
খন্ড।
খায় খালাসী বন্ধক:
নির্দিষ্ট মেয়াদে জমি বন্ধক নিয়ে যথাসময়ে ঋন পরিশোধ করে ফেললে তাকে খায় খালাসী বন্ধক বলে।
চক:
জমিদারির অন্তরভুক্ত কয়েক গ্রামকে চক বলা হত।
চর্চা জরিপ:
পয়স্থি জমি জরিপ।
চাকরান:
জমিদারের বাড়িতে কাজ করার শর্তে প্রজাকে যে জমি ভোগ করার জন্য দেয়া হত।
যাছ:
রেকর্ড যাচাই করা।
জবর দখল:
জোর করে দখল।
জমাবন্দী:
খাজনার তালিকা।
তসদিক:
প্রমান।
তহসিল:
খাজনা সংগ্রহের জন্য নির্দিষ্ট এলাকা।
তামাদি:
খাজনা আদায়ের নির্দিষ্ট সময় চলে গেলে তাকে তামাদি বলা হয়।
তুদাবন্দী:
সীমানা নির্দেশ।
থাকাবাস্ত:
দিয়ারা (পলিমাটি কর্তৃক গঠিত চর) জরিপকাজে এলাকা চিহ্নিত করা।
দাখিলা:
খাজনার রসিদ।
দিয়ারা:
পলিমাটি কর্তৃক গঠিত চর।
দখলি স্বত্ব বিশিষ্ট:
দখলের অধিকার।
পাট্রা:
সরকার, জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার জন্য জমি, খাজনার বর্ননা দিয়ে যে অধিকার পত্র দেয়া হত।
ফিরিস্তি:
আদালতে কোন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার তারিখ।
মৌজা:
গ্রাম, ক্ষুদ্র পল্লী, এস্টেট কিংবা গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ।
মোরব্বা:
কোন জমি বা মৌজা কে চতুর্ভুজে বিভক্ত করা।