পরীক্ষার প্রস্তুতি নেয়ার পূর্বেই আমরা বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেয়ার চেষ্টা করব। নিচে বার কাউন্সিল এনরালমেন্ট পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস তুলে ধরা হল -
দেওয়ানী কার্যবিধি ১৯০৮
***দেওয়ানী কার্যবিধির পরিধি ও প্রয়োগ ; দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা ; দেওয়ানী আদালতের এখতিয়ার ; রেস সাবজুডিস ও রেস জুডিকাটা ; দেওয়ানী মোকদ্দমা দায়ের এবং
পদ্ধতি ; মোকদ্দমার
পক্ষগণ ; প্লিডিংস
এবং প্লিডিংস সংশোধণ ; আরজি
; লিখিত জবাব ; সমন ;
উদঘাটন এবং পরিদর্শণ ;
পক্ষসমূহের উপস্থিতি এবং অনুপস্থিতি ; পক্ষগনের পরীক্ষাকরণ ; স্বীকারোক্তি ; দলিল দাখিল , আটক এবং ফেরৎ ; বিচার্য বিষয় নির্ধারণ এবং
মোকদ্দমা নিষ্পত্তি ; মূলতবি
; মোকদ্দমার শুনানী ও সাক্ষ্যগ্রহন
; হলফনামা ।
***অর্ন্তবর্তীকালীন আদেশ ; রায়ের পূর্বে ক্রোক ; রিসিভার নিয়োগ ; অস্থায়ী নিষেধাজ্ঞা ; কমিশন ;
মোকদ্দমার খরচ ;
বিকল্প বিরোধ নিষ্পত্তি ,
মধ্যস্থতা ;
শালিশ এবং মধ্যস্থতার আপীল।
*** মামলা স্থানান্তর ; সরকার বা সরকারী কর্মকর্তাদের
পক্ষে বা বিপক্ষে মোকদ্দমা দায়ের ; বিদেশী
ব্যক্তি বা শাসক কর্তৃক বা বিপক্ষে মোকদ্দমা দায়ের ;
ট্রাষ্টি ,
নির্বাহী বা প্রশাসক কর্তৃক বা বিপক্ষে মোকদ্দমা
দায়ের ; নাবালক
কর্তৃক বা বিপক্ষে মোকদ্দমা দায়ের ; গন
উৎপাত সম্পর্কিত মোকদ্দমা ; দাতব্য
প্রতিষ্ঠান সম্পর্কিত মোকদ্দমা।
***প্রতিনিধিত্ব মোকদ্দমা ;
ইন্টারপ্লিডার মোকদ্দমা ;
নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা ;
অর্থ সম্পর্কিত মোকদ্দমা ;
দেওয়ানী মোকদ্দমা।
*** মোকদ্দমা প্রত্যাহার এবং মিমাংসা
; পক্ষগণের মৃত্যু ; বিবাহ এবং দেউলিয়া ; সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত
মোকদ্দমা ; রায়
ও ডিক্রী , ডিক্রী
জারী ; আপীল
; রিভিউ ;
রিভিশণ ; রেফারেন্স
; প্রর্ত্যপন ; আদালতের সহজাত ক্ষমতা।
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
*** সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর এবং
নামঞ্জুর ; নিবর্তনমূলক
প্রতিকারের প্রকৃতি ; সম্পত্তির
দখল পুনরুদ্ধার ; সুনির্দিষ্ট
চুক্তি সম্পাদন ; দলিল
সংশোধন ; দলিল
বাতিল ; ঘোষণামূলক
মোকদ্দমা ; নিরোধক
প্রতিকার ; সাধারণ
নিষেধাজ্ঞা ; অস্থায়ী
নিষেধাজ্ঞা ও স্থায়ী নিষেধাজ্ঞা ; নিষেধাজ্ঞা
কখন মঞ্জুর করা হয় এবং কখন হয় না ; আদেশমূলক
নিষেধাজ্ঞার নীতিমালা ।
ফৌজদারী কার্যবিধি ১৮৯৮
*** সংগাসমূহ ;
ফৌজদারী আদালতের গঠন এবং ক্ষমতা ; অপরাধ ;
অপরাধের সংবাদ ;
গ্রেফতার ;
পলায়ন ও পুনঃ গ্রেফতার ;
হাজির হইতে বাধ্য করার ব্যবস্থা ; দলিলাদি হাজির করিতে বাধ্য করার
ব্যবস্থা ; শান্তিরক্ষা
ও সদাচরণের মুচলেকা ; গণ
উৎপাত ও আসন্ন বিপদের জরুরী ক্ষেত্রে অস্থায়ী আদেশ ;
স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ ; অপরাধের বিরুদ্ধে প্রতিকার ; পুলিশকে সংবাদ প্রদান এবং
তাহাদের তদন্তের ক্ষমতা ; পুলিশ
ডায়েরী ; পুলিশ
তদন্ত , পুলিশ
প্রতিবেদন ; অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারী আদালতের এখতিয়ার ; ম্যাজিষ্ট্রেটের কার্যক্রম ; ম্যাজিষ্ট্রেট কর্তৃক মামলার
বিচার ; সংক্ষিপ্ত
বিচার ; দায়রা
আদালতের বিচার ; অনুসন্ধান
ও বিচারের ক্ষেত্রে সাধারণ বিধানসমূহ ; আসামীর
অনুপস্থিতিতে বিচার ; রায়
; আপীল ;
রেফারেন্স ;
রিভিশণ ; ১৯৫
ধারার মামলার কার্যক্রম ; পাবলিক
প্রসিকিউটর ; জামিন
; জামিনযোগ্য অপরাধ ; জামিনঅযোগ্য অপরাধ ; আপোষযোগ্য অপরাধ ; আপোষঅযোগ্য অপরাধ ; সাক্ষীর জবানবন্দী গ্রহনের জন্য
কমিশন ; ফৌজদারী
মামলা স্থানান্তর।
দন্ডবিধি ১৮৬০
*** সংগাসমূহ
; অপরাধের উপাদান ; যৌথ দায় দায়িত্ব নীতি ; প্ররোচনা ; শাস্তির উদ্দেশ্য এবং সীমাবদ্ধতা
; সাধারণ ব্যাতিক্রমসমূহ ; ফৌজদারী দায় হইতে অব্যহতি ; আত্নরক্ষার ব্যাক্তিগত অধিকার ; অপরাধজনক ষড়যন্ত্র ; রাষ্ট্রবিরোধী অপরাধ ; সর্বসাধারণের শান্তি বিরোধী
অপরাধ ; সরকারী
কর্মচারী কর্তৃক বা সম্পর্কিত অপরাধ ; সরকারী
কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতার অবমাননা ; মিথ্যা
সাক্ষ্যদান ; ন্যায়বিচার
বিরোধী অপরাধ ; মুদ্রা
ও সরকারী ষ্ট্যাম্প সম্পর্কিত অপরাধ ; ওজন
ও মাপ সম্পর্কিত অপরাধ ; জনস্বাস্থ্য
; নিরাপত্তা ; সুবিধা ;
শালিনতা এবং নৈতিকতা বিরোধী অপরাধ ; মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ ; জীবন সম্পর্কিত অপরাধ ; সম্পদ সম্পর্কিত অপরাধ ; দলিলপত্র ট্রেডমার্ক বা
সম্পত্তির প্রতিক সম্পর্কিত অপরাধ ; বিবাহ
সম্পর্কিত অপরাধ ; অপরাধজনক
ভীতি প্রদর্শণ ; অপরাধ
সংঘটনের উদ্যোগ।
সাক্ষ্য আইন ১৮৭২
*** সাক্ষ্যের
প্রকারভেদ ; বিচার্য
বিষয় এবং প্রাসঙ্গিকতা ; স্বীকার
ও স্বীকারোক্তি ; যাহাদেরকে
সাক্ষী হিসেবে ডাকা যায় না ; বিশেষ
অবস্থায় প্রদত্ত বিবৃতি ; মৌখিক
সাক্ষ্য ; দালিলিক
সাক্ষ্য , সরকারী
দলিল ও বেসরকারী দলিল ; দলিল
সম্পর্কে অনুমান ; দালিলিক
সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন ; প্রমানের
ভার ; ষ্টোপেল
; সাক্ষী ;
সাক্ষীগণের সাক্ষ্য গ্রহন।
তামাদি আইন ১৯০৮
*** তামাদি
আইনের উদ্দেশ্য ; তামাদি
আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ ; তামাদি
আইনে মামলা , আপীল
এবং দরখাস্তের তামাদির সময় ; আইনগত
অক্ষমতা ; তামাদির
সময় গণনা ; তামাদির
সময় বর্ধিতকরণ এবং বিলম্ব মওকুফ ; তামাদির
সময় গণনা স্থগিত ; তামাদি
আইনে প্রতারণা ও স্বীকৃতির প্রভাব / ফলাফল ;
দায় পরিশোধের ফলাফল ;
আইনানুগ কার্যধারার অব্যহতি ; অব্যাহতভাবে চুক্তিভঙ্গ এবং
অন্যায়করণ ; জবরদখল
; সুখাধিকার অর্জন।
বার কাউন্সিল
*** আইনপেশা এবং সামাজিক দায়দায়িত্ব ; আইনজীবী এবং জনস্বার্থ ; একজন আইনজীবীর স্বচ্ছতা, গোপনীয়তা এবং জবাবদিহিতা ; আইনজীবীর শপথ ; পেশাগত সদাচরণ সম্পর্কিত বিধি
বিধান ; বাংলাদেশ
বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী ; বার
কাউন্সিল এবং বার এসোসিয়েশনের মধ্যে পার্থক্য ;
পেশাগত অসদাচরণের বিচার এবং শাস্তির উদ্দেশ্যে
বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনালের গঠন ;
আইনগত সিদ্ধান্ত এবং এই সম্পর্কিত প্রকাশনা।
দ্রষ্টব্যঃ আমার এ
ক্ষুদ্র প্রয়াশ যদি আপনাদের কোন কাজে আসে তাহলেই আমার এ প্রচেষ্টা সার্থক হবে।
আপনাদের মতামত সম্পর্কে আমাকে কমেন্ট করে জানান। ভাল লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবার উজ্জ্বল আগামীর প্রত্যাশায়
রইলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।