আদালতের অন্তর্নিহিত ক্ষমতা:
ফৌজদারী কার্যবিধি 1898 এর 561 ক ক হাইকোর্টকে অন্তর্নিহিত ক্ষমতা প্রদান করা হয়েছে। যাহা আদালতের একটি বিবেচনা মূলক ক্ষমতা।
অন্তর্নিহিত ক্ষমতা আইন থেকে সৃষ্টি হয়নি , এটি ন্যায়বিচার নিশ্চিত করতে এবং আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে আদালতকে অন্তর্নিহিত ক্ষমতা প্রদান করা হয়েছে।
ফৌজদারী কার্যবিধি এটি একটি স্বয়ংসম্পূর্ণ আইন নয়, কারণ আইন প্রণেতাগণ দের কখনোই ধারনা করা সম্ভব না ভবিষ্যৎ কোন পরিস্থিতি সৃষ্টি হবে তো এরূপ ভবিষ্যৎ সৃষ্টি এমন কোন পরিস্থিতি যা আইনে নির্দিষ্ট করিয়া গলা নাই বল নাই উক্ত ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মোতাবেক আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রদানের মাধ্যমে প্রতিকার প্রার্থীকে অধিকার প্রদান করবেন
ফৌজদারি কার্যবিধির 161 ক
এই বিধির অধীনে প্রদত্ত কোন আদেশ কার্যকরী করার জন্য কোন আদালতের কার্যধারার অপব্যবহার রোধ করার জন্য বা নিমিত্তে অপর কোন ভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে আদেশ প্রদানের বিষয়ে হাইকোর্ট বিভাগের অন্তর্গত ক্ষমতা রয়েছে এ আইনে কোন কিছু সীমাবদ্ধ নয়
561 ক ধারায় আদালত ফৌজদারি কার্যবিধির আইনে প্রদত্ত কোন আদেশ কার্যকরের জন্য বা কোন আদালতের কার্যধারা র অপব্যবহার রোধ করার জন্য বা কোনোভাবে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য উপরোক্ত ধারাটির ব্যবহৃত হয়ে থাকে
561 ক ধারায় প্রদত্ত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের মূল বিবেচ্য বিষয় হলো এই আদেশ আদালতের কাঠগড়ায় অপব্যবহার রোধ করবে বা ন্যায় বিচার নিশ্চিত করবে
উদাহরণ
সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ কে তিনটি উদ্দেশ্যে 561 ক ধারায় অন্তর্নিহিত ক্ষমতা প্রদান করা হয়েছে যথা
- 1 ফৌজদারি কার্যবিধির অধীনে প্রদত্ত কোন আদেশ কার্যকর জন্য
- 2 কোন আদালতের কার্যধারার অপব্যবহার রোধ করার জন্য
- 3 অপর কোন ভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য
561 ক ধারায় প্রদত্ত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের মূল বিবেচ্য বিষয় হলো এই আদেশ আদালতের কাঠগড়ায় অপব্যবহার রোধ করবে বা ন্যায় বিচার নিশ্চিত করবে
1 ফৌজদারি কার্যবিধির অধীনে প্রদত্ত কোন আদেশ কার্যকর জন্য:
ফৌজদারি কার্যবিধির 561 পথ হারায় ফৌজদারি কার্যবিধির অধীনে প্রদত্ত কোন আদেশ কার্যকর করার জন্য ব্যবহৃত হয়ে থাকে
2 কোন আদালতের কার্যধারার অপব্যবহার রোধ করার জন্য
আর যদি ফৌজদারি কার্যবিধির 561 আদালতের কার্যক্রম অপব্যবহার রোধ করতে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে
3 অপর কোন ভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য
***দণ্ডাদেশ বা খালাসের আদেশ বাতিলের আদেশ দিতে পারে
***মামলার কোনো কার্যক্রম বাতিলের আদেশ দিতে পারে
***যে ক্ষেত্রে ন্যায়বিচারের জন্য অন্য কোন বিকল্প প্রতিকার থাকে না শুধুমাত্র সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ন্যায়বিচারের স্বার্থে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে
4 যে ক্ষেত্রে মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযোগের দরখাস্ত যে অপরাধ দাবি করা হয়েছে সেই অপরাধ গঠিত না হলে
5 যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অপরাধটি গঠিত হয়েছে কিন্তু মামলার স্বপক্ষে কোন আইনগত সাক্ষ্য দাখিল করা হয়নি বা পরিষ্কারভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে
সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য হাইকোর্ট বিভাগ 561 করার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে