Ads Area

Snow
Maruf Hossen Jewel

কোন ধরনের মোকদ্দমায় ৫ ধারা মতে তামাদি সীমা বৃদ্ধির জন্য আবেদন করা যায়?

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

যে সব ধরনের মোকদ্দমায় তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারা মতে তামাদি সীমা বৃদ্ধির জন্য আবেদন করা যায় তা নিম্নরুপঃ

  • আপীল মামলায়; 
  • আপীল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত;
  • রায় পুনঃবিবেচনা বা রিভিউ দরখাস্ত; 
  • রিভিশন দরখাস্ত; এবং

কোন ধরনের মোকদ্দমায় ৫ ধারা মতে তামাদি সীমা বৃদ্ধির জন্য আবেদন করা যায়? 


অন্য কোন আইনে দরখাস্ত যার উপর তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য।

প্রসঙ্গত উল্লেখ্য যে, দেওয়ানী মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ প্রযোজ্য নয়। যেমন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারার অধীনে দখল পুনরুদ্ধারের জন্য বেদখল হওয়ায় তারিখ হতে ৬ মাসের মধ্যে মামলা করতে হয়। সুতরাং যদি কোন বেদখলকৃত ব্যক্তি ৬ মাসের মধ্যে মামলা দায়ের করতে না পারে, তাহলে তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী আদালত মামলাটির আরজি খারিজ করে দিবেন এবং ৫ ধারার অধীনে বিলম্ব মওকুফের আবেদন করা হলেও আদালত সেটা নামঞ্জুর করে মোকদ্দমা খারিজ করে দিতে পারেন। 

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area

Snow
Maruf Hossen Jewel