প্রত্যয়ন পত্র:
প্রত্যায়ন পত্র বলতে এক প্রকার সনদকে বুঝানো হয়ে থাকে। কোন প্রতিষ্ঠান কর্তৃত কোন বিষয়ের লিখিত সার্টিফিকেটকে প্রত্যায়ন বলা হয়।
যেমন: চারিত্রিক সনদ, বিবাহ সনদ, বেকারত্ব সনদ ইত্যাদি এক একটি প্রত্যায়ন যা নির্ধারিত অফিস থেকে সংগ্রহ করা হয়ে থাকে।
কোন বিষয়ের লিখিত কোন দলিলকেও প্রত্যায়ন বলা হয়। তাই বলা যায় প্রমাণের ক্ষেত্রে এমন কোন সনদকেই প্রত্যায়ন হিসাবে ধরা হয়।