প্রশংসা পত্র:
সাবেক শিক্ষার্থীদের পরিচয় প্রদানকারী পত্র।
প্রত্যয়নপত্র:
বর্তমান শিক্ষার্থীদের পরিচয় প্রদানকারী পত্র।
প্রত্যয়ন পত্র বলতে বুজি কোন প্রতিষ্ঠান /সংগঠনে থাকা কালিন ঐ প্রতিষ্ঠান /সংগঠনের প্রধান কর্তৃক বিস্তারিত বিবরন দেওয়া।
প্রসংসা পত্র বলতে বুজি কোন প্রতিষ্ঠান /সংগঠনে থেকে গত হওয়ার পর ঐ প্রতিষ্ঠান /সংগঠনের প্রধান কর্তৃক বিস্তারিত বিবরন দেওয়া/ লিখিত প্রসংশা করা।
অনেক কাজে লাগে প্রশংসা পত্র এবং প্রত্যয়ন পত্র। , যেমন কলেজে নতুন ভর্তি হলে স্কুলের প্রশংসা পত্র লাগে,চাকরির ভাইবাতেও অনেক ক্ষেতে প্রয়োজন হয়।