জমি কেনাবেচা, বিয়ে কিংবা বিচ্ছেদ, নাম পরিবর্তন বা সংশোধন, পার্সপোটে নাম সংশোধন ও মামলা মোকদ্দমাসহ নানা কাজে প্রয়োজন হয় হলফনামা। এ ছাড়া বিভিন্ন দলিল দস্তাবেজ তৈরির কাজেও লাগে হলফনামা।
হলফনামা হচ্ছে কোন বিষয়ের উপর কোন ব্যক্তি কর্তৃক ফৌজদারী কার্যবিধির ৫৩৯ ধারায় বর্ণিত আদালত বা ব্যক্তির নিকট শপথ গ্রহণ পূর্বক একটি লিখিত বিবৃতি। এরূপ বিবৃতি সম্পাদন করতে হয় ২০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে উপর। সাধারণত এফিডেভিট এর সাথে সংশ্লিষ্ট বিবৃতিকারীর ছবিসহ বিবৃতির নিচে স্বাক্ষর থাকতে হবে।
বিবৃতিকারীর স্বাক্ষর, আদালতে মামলা পরিচালনা করতে সক্ষম এরূপ কোন এডভোকেট কর্তৃক সনাক্ত হতে হয়। আদালত বা ক্ষমতাবান ব্যক্তির নিকট এফিডেভিটের জন্য উপস্থিত ব্যক্তিকে জিজ্ঞাসাপূর্বক সন্তুষ্ট হবার পর সংশ্লিষ্ট বিবৃতির উপর আদালত বা ক্ষমতাবান ব্যক্তি স্বাক্ষর প্রদান পূর্বক আদালতের মোহর, নম্বর ও তারিখ বসানোর পর উহা এফিডেভিট হিসেবে স্বীকৃতি পায়।
অনেক ভালো হয়েছে এই জন্য ধন্যবাদ
ReplyDelete