*১৪৪ ধারা কেন জারি করা হয় ?
** ১৪৪ ধারা কে জারী করতে পারে?
***১৪৪ ধারা ভঙ্গের শাস্তি কি?
সার্বিক
পরিস্থিতি বিবেচনা করে রাজধানী ঢাকাসহ
দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনেরর পক্ষ থেকে ১৪৪
ধারা জারি করা হয়েছে। আসুন
সংক্ষেপে জেনে নিই এই ধারা সম্পর্কে -
সাধারণত কোথাও কোন গুরুতর পরিস্থিতিতে এই ১৪৪
ধারা জারি করা হয়। যদি দেখা যায় যে,
* আইনানুগভাবে কর্মরত কোন ব্যাক্তি বাধা,বিরোধ
বা ক্ষতির আশংকা করছেন
* মানুষের জীবন,স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন
হবার আশংকা দেখা দিলে
* মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়
* দাঙ্গা - মারামারির বা জীবন বিনাশ
ইত্যাদি আশংকা দেখা দিলে
* অন্য কোন গুরুতর পরিস্থিতি যেখানে তাৎকণিক
প্রতিকার মূলক ব্যাবস্থা নেয়া জরুরী
** ১৪৪ ধারা কে জারী করতে পারে?
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক
বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোন
নির্বাহী ম্যাজিস্ট্রেট।
*** ১৪৪ ধারা ভঙ্গের শাস্তি কি?
এই ধারা অমান্যকারীকে পুলিশ বিনা পরোয়ানায়
গ্রেপ্তার করতে পারবে।
দন্ডবিধি অনুসারে যে কোন জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালত দুই বৎসর সশ্রম বা বিনাশ্রম
কারাদন্ড, জরিমানা বা উভয় প্রকারের
শাস্তি দিতে পারে।
** ১৪৪ ধারা কে জারী করতে পারে?
***১৪৪ ধারা ভঙ্গের শাস্তি কি?
সার্বিক
পরিস্থিতি বিবেচনা করে রাজধানী ঢাকাসহ
দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনেরর পক্ষ থেকে ১৪৪
ধারা জারি করা হয়েছে। আসুন
সংক্ষেপে জেনে নিই এই ধারা সম্পর্কে -
সাধারণত কোথাও কোন গুরুতর পরিস্থিতিতে এই ১৪৪
ধারা জারি করা হয়। যদি দেখা যায় যে,
* আইনানুগভাবে কর্মরত কোন ব্যাক্তি বাধা,বিরোধ
বা ক্ষতির আশংকা করছেন
* মানুষের জীবন,স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন
হবার আশংকা দেখা দিলে
* মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়
* দাঙ্গা - মারামারির বা জীবন বিনাশ
ইত্যাদি আশংকা দেখা দিলে
* অন্য কোন গুরুতর পরিস্থিতি যেখানে তাৎকণিক
প্রতিকার মূলক ব্যাবস্থা নেয়া জরুরী
** ১৪৪ ধারা কে জারী করতে পারে?
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক
বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোন
নির্বাহী ম্যাজিস্ট্রেট।
*** ১৪৪ ধারা ভঙ্গের শাস্তি কি?
এই ধারা অমান্যকারীকে পুলিশ বিনা পরোয়ানায়
গ্রেপ্তার করতে পারবে।
দন্ডবিধি অনুসারে যে কোন জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালত দুই বৎসর সশ্রম বা বিনাশ্রম
কারাদন্ড, জরিমানা বা উভয় প্রকারের
শাস্তি দিতে পারে।