১৮৫৯ সালে প্রথম সিভিলকোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়।
দেওয়ানী Karjhabidhi প্রকাশিত হয় : ২১ march ১৯০৮ সালে।
১ লা জানুয়ারি Karjhakarita হয় দেওয়ানী Karjhabidhi আইনটি।
ইহা মূল ও পদ্ধতিগত আইন উভয়ই।
১৫৮ টি ধারা আছে।
৫১ টি আদেশ।
সিভিলকোর্ট ৫ প্রকার।
জাতীয় সংসদ সিপিসি ধারাগুলোকে সংশোধন অথবা পরিবর্তন করতে পারে।
দেওয়ানী Karjhabidhi’r বিধি পরিবর্তন অথবা সংশোধন করতে পারেন : সুপ্রিমকোর্ট।
কোর্ট ফি পরিশোধ নির্দেশ পালনে failure এবং আর্জি খারিজের আদেশ ডিক্রী বলে গণ্য হবে না।
আদেশ হলো আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ।
ডিক্রিদার (Decree Holder) হলো সেই ব্যক্তি যার পক্ষে ডিক্রী মঞ্জুর করা হয়েছে।
Judgement Debtor অথবা সাব্যস্ত দেনাদার / দায়িক বলতে যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রী মঞ্জুর করা হয়েছে।
ডিক্রী হলো বিচারক কতৃক এমন কোন সিদ্ধান্ত যা দিয়ে মোকদ্দমায় তরকিত (dispute debating) বিষয় সম্পর্কে পক্ষ সমূহের অধিকার চূডান্তভাবে নির্ধারণ করে।